নয়াদিল্লিঃ ব্যস্ত রাস্তা আটকে রিলস(Reels) ভিডিয়ো(Video) শ্যুট। রাস্তায় প্রবল যানজটের সৃষ্টি হতেই খেপল আমজনতা। রিলস ভাইরাল হতেই চাকরি থেকে বরখাস্ত করা হল পুলিশ কনস্টেবলকে। জানা গিয়েছে, রাস্তা আটকে রিলস শ্যুট করছিলেন ওই পুলিশ কনস্টেবলের স্ত্রী। আর স্ত্রীয়ের এই কাণ্ডের জন্য মাসুল দিতে হত পুলিশ স্বামীকে। ঘটনাটি ঘটেছে চণ্ডিগড়ের সেক্টর ২০তে। তদন্তে নেমে জানা গিয়েছে, ওই মহিলার নাম জ্যোতি। শনিবার বিকেল ৪.৩০ নাগাদ সেক্টর ২০ এর গুরুদুয়ারা চকের ব্যস্ততম একটি রাস্তায় রিলস বানাচ্ছিলেন তিনি। ভিডিয়ো শ্যুট করে দিচ্ছিলেন তাঁর ননদ পুজা। রিলস বানানোর জন্য রাস্তা কার্যত আটকে দেন তিনি। ফলে প্রবল যানজটের সৃষ্টি হয়। এরপর এই রিলসটি ভাইরাল হতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে জানা যায়, ভাইরাল ভিডিয়োর মহিলা কনস্টেবল অজয় কুন্ডুর স্ত্রী। এরপরই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। আটক করা হয় জ্যোতি ও পুজাকে। যদিও পরে জামিনে মুক্তি পান তাঁরা। বরখাস্ত করা হয় পুলিশ কনস্টেবল অজয় কুণ্ডকে।
স্ত্রীর রিলস বানানোর চক্করে চাকরি থেকে বরখাস্ত পুলিশ কনস্টেবল
Chandigarh Police Constable Suspended After Wife's Dance Reel Obstructs Traffichttps://t.co/SrlhKwXvRk pic.twitter.com/g9aZFt45SF
— NDTV (@ndtv) April 1, 2025