Ram Navami 2025: প্রয়াগরাজের পর এবার অযোধ্যা। আগামী রবিবার রামনবমী উপলক্ষ্যে অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। অযোধ্যার রামমন্দিরে রামনবমীর জন্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মহাকুম্ভের পর এবার রামনবমী। যোগী আদিত্যনাথের রাজ্যে ফের বড় ইভেন্ট। আগামী রবিবার রামনবমী উপলক্ষ্যে অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। অযোধ্যার রামমন্দিরে রামনবমীর জন্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রামনবমী উপলক্ষ্যে অযোধ্যায় ৫০ লক্ষ ভক্তের সমাগম হতে চলেছে। শহরের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অযোধ্যা শহর জুড়ে শতাধিক এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। যার মাধ্যমে রামমন্দিরের পুজো, আচার-অনুষ্ঠান দেখতে পারেন মানুষ। অযোধ্যার বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে ভক্তিগীতি, কীর্তিন।
আলোর মালায় সেজেছে অযোধ্যা
রাস্তার বিভিন্ন প্রান্তে আলোর মালায় সাজানো হয়েছে। অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে ফুলের মালা, আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সরযূ নদীর ঘাটগুলি পরিষ্কার করে বসানো হয়েছে বিশেষ আলো। সব মিলিয়ে পর্যটকদের হাতছানি দিচ্ছে অযোধ্যা।
সেজেছে অযোধ্যায় রামমন্দির
#WATCH | Uttar Pradesh | Ayodhya Ram temple decorated for the upcoming Ram Navami celebrations pic.twitter.com/Ue2aD3Hf4F
— ANI (@ANI) April 1, 2025
সাজছে অযোধ্যা
ভিড় সামলাতে বিশেষ বাহিনী নামানো হচ্ছে। অযোধ্যার 'রাম কী পাইদি' ঘাটে প্রদীপ দিয়ে সাজানোর ফলে মন্দিরকে মায়াবী মনে হচ্ছে।