
মুম্বই, ৩১ মার্চঃ ইদে গ্যালাক্সিতে ভাইজানের দর্শন। প্রতি বছর ইদ (Eid 2025) উপলক্ষ্যে ভক্তদের জন্যে দুটি উপহার রাখেন অভিনেতা সলমন খান (Salman Khan)। একটি তাঁর ছবি আর অন্যটি গ্যালাক্সির ব্যালকনিতে স্বয়ং সল্লুর দর্শন।
রবিবার মুক্তি পেয়েছেন সলমন অভিনীত 'সিকন্দর' (Sikandar)। আর সোমবার ইদের দিন নিজের চেনা ছন্দে গ্যালাক্সির ব্যালকনিতে এসে দাঁড়ালেন তিনি। পরনে সাদা পাঞ্জাবি এবং প্যান্ট। সঙ্গে আনলেন দুই খুদে ভাগ্না আর ভাগ্নিকে। তবে এইবারের চিত্র অন্যবারের তুলনায় একটু আলাদা।
গ্যালাক্সির ব্যালকনিতে সলমনঃ
View this post on Instagram
গ্যালাক্সি মোড়া রয়েছে সবুজ রঙের বুলেটপ্রুফ কাচ দিয়ে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি আসার পরেই নিজের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বুলেটপ্রুফ কাচ দিয়ে ঢেকে দিয়েছেন অভিনেতা। নিজের এবং বাড়ির নিরপত্তা আরও বাড়িয়েছেন। বুলেটপ্রুফ কাচের ওপার থেকেই ভক্তদের জনজোয়ার দেখে আপ্লূত সলমন। হাত নাড়লেন সকলের উদ্দেশ্যে। জানালেন ইদের শুভেচ্ছা। ৫৯ বছরের সলমন সদ্য একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন।
বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে ভাইজানঃ
View this post on Instagram