দিল্লি, ১ এপ্রিল: গল্ফ সুপারস্টার টাইগার উডস -এর সঙ্গে ডেট করছেন ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রাক্তন পুত্রবধূ। যা এবার প্রকাশ্যে এসেছে। মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন পুত্রবধূ ভানেসা ট্রাম্পের (Vanessa Trump) সঙ্গে টাইগার উডসের (Tiger Woods) সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ট্রাম্প বলেন, গল্ফ সুপারস্টার একজন অসাধারণ মানুষ।
প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্টের পদে বসেন, সেই সময় তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ভানেসা ট্রাম্পের বিচ্ছেদ হয়ে যায়। এবার সেই ভানেসা ট্রাম্পের সঙ্গে ডেট করছেন টাইগার উডস। এমন খবর প্রকাশ্যে আসে।
সোমবার ভানেসার নতুন সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়। যার উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি খুব খুশি। ভানেসা যে নতুন করে তাঁর জীবনে ভালবাসা খুঁজে পেয়েছেন, তার জন্য তিনি খুশি বলে জানান ট্রাম্প। এসবের পাশাপাশি বেশ কয়েক মাস আগে টাইগার উডস তাঁকে ফোন করেছিলেন বলে জানান ট্রাম্প। পাশাপাশি গল্ফ সুপারস্টারের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক দারুন বলেও জানান তিনি।
টাইগার উডস নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভানেসা ট্রাম্পের সঙ্গে ছবি পোস্ট করেন...
View this post on Instagram
গত মাসে টাইগার উডসের সঙ্গে তিনি বেশ কয়েকবার গল্ফ খেলেছেন। একজন খেলোয়াড় হিসেবেও টাইগার যেমন দারুন তেমনি মানুষ হিসেবেও খুব ভাল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ভানেসা এবং টাইগার উডস দুজনেই দারুন মানুষ। তাই তাঁরা যাতে ভাল থাকেন, ভালবাসায় থাকেন, সেই প্রার্থনা করেন ডোনাল্ড ট্রাম্প। টাইগার উডস এবং ভানেসা ট্রাম্পের জন্য তাঁর ভালবাসা এবং প্রাথনা রইল বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।