এবার অন্য ভূমিকায় বলিউড শাহেনশাহ। আগামী ৬ এপ্রিল রামনবমী উপলক্ষে অযোধ্যায় ‘রামকথা’ শোনাবেন তিনি। রাম মন্দির প্রতিষ্ঠার পর বিভিন্ন রকম ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। এবার আরো এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। যে অনুষ্ঠানের সাক্ষী থাকবে গোটা দেশ।

মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বারবার দেখা গেছে অমিতাভ বচ্চন অযোধ্যায় গেছেন। রামলালার জন্য সোনার হার গড়িয়ে দেওয়ার পাশাপাশি সেখানে জমিও কিনেছেন। ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সেখানে হাজির হয়েছিলেন তিনি।

৬ এপ্রিল সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিও হটস্টার-এ লাইভ স্ট্রিমিংয়ের থাকবেন বিগবি। রামকথা পাঠ করার গুরুদায়িত্ব সামলাবেন তিনি। এবার বিগবি-র কন্ঠে রামকথা শোনা সাক্ষী থাকবে সকলে।

এমন পবিত্র অনুষ্ঠানে অংশ নেওয়া জীবনের এক বিরাট সম্মান বলেই মনে করছেন অমিতাভ বচ্চন।

রাম নবমী হিন্দু ধর্মের অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিথি। ভগবান শ্রীরামের জন্মোৎসব পালন করা হয় এই দিনটিতে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয়। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র, হিন্দু শাস্ত্র অনুসারে, শ্রীরাম শুধু একজন মহাবলী রাজা নন, বরং ধর্ম, ন্যায় ও আদর্শের প্রতীক। রামায়ণের নায়ক হিসেবে তিনি সত্য ও ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। রাম নবমীতে ভক্তরা উপবাস পালন করেন, রামায়ণ পাঠ করেন এবং বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করেন। অনেক স্থানে শোভাযাত্রাও বের করা হয়, যেখানে শ্রীরামের মহিমা ও জীবনচরিত তুলে ধরা হয়। বিশ্বাস করা হয় যে রাম নবমীর দিন পুজো করলে ভক্ত, জীবনের সমস্ত সুখ লাভ করেন।ভগবান শ্রী রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি সারা জীবন ধর্ম এবং সত্যকে সমুন্নত রেখেছিলেন। সকলের বিশ্বাস এই দিনে উপবাস পালন এবং শ্রী রামের গল্প শোনা আধ্যাত্মিক পুণ্য বয়ে আনে।

অযোধ্যার রাম জন্মভূমির টানে বারবার বিভিন্ন রকম কর্মকান্ডে দেখা গেছে অমিতাভ বচ্চন কে।

ইতিমধ্যেই এক বড় কর্মকাণ্ডের নামতে চলেছেন তিনি। রামমন্দির থেকে দশ কিলোমিটার দূরে সাড়ে ৪ কোটি টাকা দিয়ে ৫৪,৪৫৪ বর্গফুটের জমি কিনেছেন। যেখানে গড়ে উঠবে মেমোরিয়াল ট্রাস্ট। তাঁর স্বর্গীয় পিতা হরিবংশ রাই বচ্চনের নামে হবে এই ট্রাস্ট।