দিল্লি, ১ এপ্রিল: সিঙ্গাপুরের (Singapore) বিমানে মত্ততা। সিঙ্গাপুরের বিমানের (Flight) ভিতরে মাঝ আকাশে মদ্যপ (Drunken Passenger) অবস্থায় কেবিন ক্রু-এর সঙ্গে খারাপ ব্যবহার, মারপিট করায় এবার শাস্তির খাঁড়া নিমে এল ভারতীয় যাত্রীর উপর। রিপোর্টে প্রকাশ, ১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সিঙ্গাপুরের আদালতে ওই ভারতীয়কে (Indian) পেশ করা হবে। গত ২৭ ফেব্রুয়ারি মদের নেশায় বিমান কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করায় ওই ভারতীয়কে গ্রেফতার করা হয় ছাঙ্গি বিমানবন্দরে। গ্রেফতারির পর তাঁকে যেমন সিঙ্গাপুরের জেলে রাখা হয়। এরপর জেল থেকে সোজা সিঙ্গাপুরের আদালতে ওই ব্যক্তিকে ১ এপ্রিল পেশ করা হবে বলে খবর।
জানা যায়, নেশার ঘোরে ওই যাত্রী পাশের জনকে ঠেলে ফেলেন তাঁর আসন থেকে। এখানেই শেষ নয়। এরপর ওই ব্যক্তির আশপাশে তাঁরা বসেছিলেন, তাঁদের প্রত্যেককে তিনি বিরক্ত শুরু করেন। বিমান কর্মীরা তাঁকে বুঝিয়ে শান্ত করতে এলে, তাঁদের সঙ্গেও করেন খারাপ ব্যবহার। বিমানের এক পুরুষ কেবিন ক্রুর হাত মুচড়ে দেন তিনি এবং তাঁকে হুমকি দেওয়া শুরু করেন।
বিমানটি সিঙ্গাপুরে অবতরণ করতেই ওই যাত্রীকে ছাঙ্গি বিমানবন্দরে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে হুমকি, খারাপ ব্যবহার, অশ্লীলতার মত একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। যে অভিযোগে ওই ব্যক্তির যেমন ১০ বছরের জেল হতে পারে তেমনি বড় অঙ্কের জরিমানা হতে পারে সিঙ্গাপুরে। এমনকী, দুটোই সম্ভব বলেও জানা যায়।