IndiGo (Photo Credit: IANS/Twitter)

দিল্লি, ২ জুন: এবার শকুন (Vulture) গিয়ে আঘাত করল ইন্ডিগোর বিমানে (IndiGo Flight)। শকুনের আঘাতে ক্ষতির মুখে পড়ে উড়ন্ত বিমান। যার জেরে তড়িঘড়ি সেটিকে নামানো হয় নিকটবর্তী বিমানবন্দরে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে এই খবর প্রাকশ করা হয়েছে।

রিপোর্টে প্রকাশ, ১৭৫ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর বিমানটি যখন উড়ছিল সোমবার, সেই সময় সেটিতে শকুন ধাক্কা দেয়। শকুনের ধাক্কা খেয়ে ইন্ডিগোর বিমানটি যখন ক্ষতির মুখে পড়ে, তখন যাতে যাত্রীদের নিরাপদে নামানো হয়, করা হয় সেই ব্যবস্থা। ৪ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার সময়ই ইন্ডিগোর বিমানে শকুনের ধাক্কা লাগে। যার জেরে সেটিকে তড়িঘড়ি নীচে নামোন হয় বলে খবর।

আরও পড়ুন: চলন্ত বিমানে হেনস্থার শিকার মহিলা

এর আগে রবিবার আবহাওয়া খারাপ থাকায় ইন্ডিগোর একটি বিমানে টার্বুলেন্স চোখে পড়ে। রাইপুর থেকে দিল্লিগামী বিমানে টার্বুলেন্স দেখা দেয়। আবহাওয়া খারাপ থাকাতেই সেটি বিপদের মুখে পড়ে। তবে যাত্রীরা প্রত্যেক অক্ষত রয়েছেন বলে জানা যায়।

সম্প্রতি শ্রীনগরগামী একটি বিমান মাঝ আকাশে ট্রার্বুলেন্সের মুখে পড়ে। শিলা বৃষ্টি শুরু হওয়ায় বিমানের নাক ভেঙে যায়। ফলে হু হু করে উড়ানের ভিতরে হাওয়া প্রবেশ করতে থাকে। ওই ঘটনার এক সপ্তাহ পর ফের রবিবার দিল্লিগামী বিমান কাঁপতে শুরু করে আকাশে ওড়ার সময়। এক্ষেত্রেও আবহাওয়ার পরিবর্তনই ছিল মূল কারণ।