Manoj Kumar Oraon: বঙ্গ বিজেপিতে ফের দ্বন্দ্বের সুর। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে আরও এক বিজেপি বিধায়ক বেসুরে গাইলেন। আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও (Manoj Kumar Oraon) দলের সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ালেন। আরএসপি-র প্রাক্তন বিধায়ক মনোজ ওঁরাও বিজেপিতে যোগ দিয়ে
২০২১ বিধানসভা ভোটে প্রার্থী হয়ে জিতেছিলেন। সেই মনোজই এবার বেসুরো। দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মনোজের এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। এবার এই পদত্যাগের জল দলত্যাগে গড়ায় কি না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
কেন পদত্যাগ?
সোশ্যাল মিডিয়া পোস্টে কুমারগ্রামের বিজেপি বিধায়ক লেখেন, "শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ-রা বাংলায় পরিবর্তন আনতে প্রাণপাত করছেন। কিন্তু নেতৃত্বেরক কয়েকজন শুধু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে। দু:খের হল কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে।" একধাপ এগিয়ে মনোজ ওঁরা দাবি করেন, দল এভাবে চললে আগামী বছর ভোটে আলিপুরদুয়ারে বিজেপির ফল খারাপ হতে পারে।
আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে কানপাতলে শোনা যাচ্ছে রাজ্যজুড়ে জেলা সভাপতির দৌড় নিয়ে মনোজ ওঁরাও-র সঙ্গে মিঠু দাসের মধ্যে টানাটানি থেকেই সবটা হচ্ছে। যদিও মনোজ ওঁরাও-র ঘনিষ্ঠরা এই দাবি উড়িয়ে দিচ্ছেন।
বাম ছেড়ে বিজপিতে আসা মনোজের রেকর্ড
দশরথ তিরকের মৃত্যুর পর খালি হওয়া আলিপুরদুয়ারের কুমারগ্রামে ২০১৪ বিধানসভা উপনির্বাচনে আরএসপি প্রার্থী হয়ে তৃণমূলের জোয়াকিম বক্সালা আড়াই হাজার ভোটে হারিয়েছিলেন মনোজ ওরাঁ। কিন্তু দু বছর পর হওয়া কুমারগ্রাম বিধানসভা নির্বাচনে আরএসপি-র হয়ে দাঁড়িয়ে মনোজ ৬ হাজার ভোটে হেরে যান তৃণমূলের জেমস কুজুর। ৫০ বছর সেবারই কুমারগ্রামে প্রথম বাম শরীক আরএসপি-র হাতছাড়া হয়েছিল। এরপর বাম ছেড়ে পদ্মে যোগ দিয়ে ২০২১ বিধানসভা নির্বাচনে মনোজ ওঁরাও ১১ হাজার ভোটে হারান তৃণমূলের লেওস কুজুর-কে।
প্রসঙ্গ তাপসী মণ্ডল
ক দিন আগেই সিপিএম ছেড়ে বিজেপিতে এসে ভোটে জেতা তাপসী মণ্ডল দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বাম শিবির ছেড়ে বিজেপিতে আসা বিধায়কদের দল ছাড়ার রেকর্ডটা এবার আরও মজবুত হবে কি?
আশঙ্কার আলিপুরদুয়ার
মনোজের পদত্যাগে বঙ্গ বিজেপিতে তৈরি হচ্ছে বড় আশঙ্কা। কারণ কোচবিহার, জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর- উত্তরবঙ্গে বিজেপির ক্রমশ চাপে পড়ে যাওয়া অবস্থানের মাঝে উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে মনে করা হয় কে। গত বছর লোকসভা নির্বাচনে রাজ্য়ের বেশীরভাগ জায়গায় বিজেপির ভরাডুবির মাঝে আলিপুরদুয়ারে বিজেপির মনোজ টিগ্গা ৭৫ হাজার ভোটে জিতেছিলেন।