Israel Attacks Rafah (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১ এপ্রিল: রাফা (Rafah) ছাড়তে বাধ্য করা হচ্ছে প্যালেস্তিনীয়দের (Palestine)। রাফা ছেড়ে যাতে প্যালেস্তিনীয়রা অন্যত্র সরে যান, সে বিষয়ে তাঁদের বাধ্য করছে ইজরায়েল (Israel)। ঈদের মাঝে ইজরায়েলের পরপর হামলার পর এবার রাফা থেকে প্রত্যেককে জোর পূর্বক সরানো হচ্ছে। রাফা এবং তার সংলগ্ন এলাকায় আবার নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েল। সেই কারণেই রাফা থেকে প্যালস্তিনীয়দের সরতে বাধ্য করা হচ্ছে বলে খবর। প্রসঙ্গত দক্ষিণ গাজার রাফা শহরে ইতিমধ্যেই জোরদার হামলা শুরু করেছে ইজরায়েল। ফলে ইজরায়েলি বাহিনী কার্যত জোর করেই কার্যচ দক্ষিণ গাজার এই শহর থেকে প্যালেস্তিনীয়দের সরিয়ে দিচ্ছে।

আরও পড়ুন: Israel kills Dozens In Gaza During Eid 2025: যুদ্ধ বিধ্বস্ত গাজায় এক চিলতে শান্তি খোঁজার চেষ্টা ঈদে, তার মাঝেই হামলা চালাল ইজরায়েল, মৃত বহু

অন্যদিকে গাজার নুসেইরত শিবিরের কাছে আরও একবার হামলা চালায় এইডিএফ। যার জেরে নুসেইরত শিবিরে থাকা ৩ জন পরপর আহত বলে জানা যায়।

সেই সঙ্গে রাফা থেকে যেমন প্যালেস্তিনীয়দের সরানো হচ্ছে, তেমনি লেবাননের রাজধানী বেইরুটেও হামলা চালাল ইজরায়েল। ঈদের মাঝেই বেইরুটে ইজরায়েলি হামলার জেরে পরপ ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর।