Israel Kills Hamas Leader (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি: ফের হামাস (Hamas) নেতাকে হত্যা করল ইজরায়েল (Israel)। লেবাননে (Lebanon)সেনা অভিযান চালিয়ে হামাস নেতাকে খতম করে ইজরায়েল। লেবাননের সিডন শহরে সোমবার বিকেল থেকে হামলা শুরু করে হামাস। লেবাননে হামলার পিছনে হামাস রয়েছে, সেই খবর আগে থেকেই ছিল। ফলে হামাস নেতাকে খুঁজে বের করে পালটা হামলা চালায় ইজরায়েল। এরপরই ইজরায়েল ধুরন্ধর ওই হামাস নেতাকে হত্যা করে। মহম্মদ শাহিন নামে ওই হামাস নেতার পিছনে ইরান ছিল। তার শক্তি বৃদ্ধিতে ইরান ছিল। ইরানের বলে বলীয়ান মহম্মদ শাহিনকে বেশ কিছুদিন ধরেই ইজরায়েল খুঁজছিল। অবশেষে ওই হামাস নেতাকে খুঁজে বের করে তাকে নিকেষ করা হয় বলে ইজরায়েলি সেনা বাহিনী সূত্রে খবর।

লেবননে হত্যা করা হয় হামাস নেতাকে...

 

রিপোর্টে প্রকাশ, ইজরায়েলি সেনার উপর কখন, কীভাবে হামলা চালানো হবে, তার ব্লুপ্রিন্ট করতে মহম্মদ শাহিন। ফলে লেবাননের সিডন শহর থেকে যাতে ইজরায়েলের উপর হামলা চালানো যায়, সেই পরিকল্পনাও করছিল শাহিন। অবশেষে তাকে খতম করা হয়েছে বলে নেতানিয়াহুর বাহিনী জানায় সরকারিভাবে।

দেখুন ইজরায়েলি সেনার তরফে কী জানানো হল...

 

এদিকে ক্রমাগত ইজরায়েলের হামলার জেরে গাজার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। গরম পড়তে না পড়তেই গাজায় জলের অভাব দেখা দিতে শুরু করেছে বলে প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়। উত্তর গাজার অধীন যে সমস্ত শহর রয়েছে বিশেষত জাবালিয়া, বেইট হানুন, বেইট লাহিয়া, সেখানে প্রায় সমস্ত কুঁয়োগুলি ক্ষতিগ্রস্থ ইজরায়েলের হামলার জেরে। ফলে জল শেষ হতে শুরু করেছে উত্তর গাজার বিভিন্ন অঞ্চলে। গরম বাড়তেই এই পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে।