Virat Kohli. (Photo Credits: X)

গত বছর টি-২০ বিশ্বকাপে জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর ক দিন আগে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি-তে কাপ জিতে কোহলির বর্ণময় কেরিয়ারে আরও একটা বড় সাফল্যের মুকুট যোগ হয়। ৩৬ বছরের কোহলি আর দেশের জার্সিতে ওয়ানডে-তে খেলেন কি না তা নিয়ে জোর জল্পনা চলছে। অনেকেই বলছেন, এবার থেকে হয়তো কোহলি শুধু টেস্টে আর আইপিএলেই খেলবেন। কিন্তু নিজের পেশাদার ক্রিকেটের পরবর্তী বড় লক্ষ্যের কথা নিয়ে জিজ্ঞাসা করা হলে কোহলি বললেন, " আমি ঠিক নিশ্চিত নই। তবে এখন জিজ্ঞাসা করলে বলব আমার এখন লক্ষ্য হল পরবর্তী বিশ্বকাপটা জেতা।" ওয়ানডে ক্রিকেটে পরবর্তী বিশ্বকাপটা আয়োজিত হবে ২০২৭ সালে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া-তে। এখন থেকে আড়াই বছর পর হওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার পর কোহলি আত্মবিশ্বাসী বলেই মনে হল। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আড়াই বছর অনেকটা সময়।

তাঁর পঞ্চম ওয়নাডে বিশ্বকাপে খেলবেন কোহলি?

দেশের হয়ে এখনও পর্যন্ত মোট ৪টি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন কোহলি। তার মধ্যে ২০১১-তে চ্যাম্পিয়ন, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালিস্ট ও ২০২৩ বিশ্বকাপে রানার্স হওয়া টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কোহলি। প্রসঙ্গত, সচিন তেন্ডুলকর দেশের জার্সিতে মোট ৬টি বিশ্বকাপে খেলেন।

দেখুন পরের বিশ্বকাপে খেলা নিয়ে কী বলছেন কোহলি

 

৩০২টি ওয়ানডে খেলে কোহলির ৫১টি সেঞ্চুরি সহ ১৪ হাজার রান আছে

৩০২টি ওয়ানডে-তে খেলে ৫১টি সেঞ্চুরি, ৭৪টি হাফ সেঞ্চুরি সহ ১৪ হাজার ১৮১ রানের মালিক কোহলি ৫০ ওভারের ক্রিকেটের ফর্ম্যাটে সর্বকালের সেরাদের একজন। কিংবদন্তি সচিন তেন্ডুলকর-কে ওয়ানডে সেঞ্চুরি সংখ্যার বিচারে পিছনে ফেলে দিয়েছেন। প্রসঙ্গত, সচিন তেন্ডুলকর ওয়নাডে ক্রিকেটে ৪৬৩টি ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি সহ ১৮ হাজার ৪২৬ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে সচিনের কেরিয়ার ২৩ বছর স্থায়ী হয়। সেখানে ২০০৮ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ওয়ানডে-তে কোহলির অভিষেক হয়েছিল। সেই হিসেবে দেখলে ওয়ানডে ক্রিকেটে কোহলির এখন ১৭ বছর চলছে। তবে সচিনের সময় টি-২০ ক্রিকেট তেমন একটা চালু ছিল না। সচিন দেশের হয়ে মাত্র একটিই টি-২০ খেলেন। বিরাট কোহলি ১২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

সচিন বনাম কোহলি

তার মানে দেশের জার্সিতে সচিন তেন্ডুলকর মোট ৪৬৪টি সীমিত ওভারের (টি২০ এবং ওয়ানডে মিলিয়ে) আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সেখানে কোহলি এখনও পর্যন্ত টি২০ এবং ওয়ানডে মিলিয়ে ৪২৭টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।