ব্রাসিলিয়া, ৮ জুলাই: এবার করোনাভাইরাস পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট (Brazil President) জাইর বলসোনারো। সিএনএন ব্রাসিলে লাইভ সাক্ষাৎকারেই প্রেসিডেন্ট জানান, তাঁর শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। প্রতণ তিনবারের টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও চতুর্থবার টেস্টে সংক্রমণের প্রমাণ মিলেছে। তবে তিনি ভাল আছেন, এমনটাই জানিয়েছেন জাইর বলসোনারো। এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ম্যালেরিয়া তাড়ানোর ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছেন তিনি। ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি দিনে দিনে অত্যন্ত খারাপ হচ্ছে। এই নিয়ে বছর ৬৫-র জাইর বলসোনারোকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তিনি বার বার একই সিদ্ধান্তে অটল থেকেছেন যে, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার প্রয়োজন নেই।
গত রবিবার ৬ জুলাই মার্কিন দূতাবাসে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ছিলেন ব্রাজিলের বিদেশমন্ত্রীও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবিতে দেখা যায় কারও মুখেই মাস্ক ছিল না! এমনিতেই ব্রাজিল করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকলেও শুরু থেকেই এই ভাইরাসকে সাধারণ সর্দি-কাশি-জ্বরের মতো ফ্লু সংক্রমণ হিসেবে উল্লেখ করে অবজ্ঞা করেছিলেন প্রেসিডেন্ট। ফলে, বাকি বিশ্বের দেশগুলির মতো কোভিড লকডাউনে সমর্থন ছিল না জাইর বলসোনারোর। সেই লোকটাই এবার কোভিডে আক্রান্ত হলেন। দু-দিন ধরে গায়ে জ্বর। শ্বাস নিতেও সমস্যা ছিল। উপসর্গ যে করোনার, তা তিনি নিজেও বুঝতে পারেন। তাই মঙ্গলবারই নমুনা কোভিড টেস্টের জন্য পাঠাতেই পরীক্ষার ফল পজিটিভ আসে। আরও পড়ুন-MIT Study On COVID Cases In India: ভ্যাকসিন না এলে ভারতে প্রতিদিন করোনায় আক্রান্ত হবে প্রায় ৩ লাখ লোক
এর আগে গত এপ্রিলে আমেরিকার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছিলেন জাইর বলসোনারো। ওই বৈঠক থেকে ফেরার পরেই ব্রাজিলের প্রেসিডেন্টের প্রতিনিধি দলের বেশ কয়েক জনের কোভিড পজিটিভ ধরা পড়ে। তাতে উদ্বিগ্ন হয়েই ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে তিন বার নমুনা টেস্ট করতে পাঠান জাইর বলসোনারো। সেই পরীক্ষার রিপোর্ট তিনবারই নেগেটিভ আসায় তিনি বিস্মিত হয়েছিলেন। এবার তাই পজিটিভ রিপোর্ট আসতে না আসতে নিজেই সংক্রমণের খবর জানান।