ঢাকা, ২৮ নভেম্বর: ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হল বাংলাদেশে। ইসকনের মত সংগঠনকে বাংলাদেশের বাইরে বের করে দেওয়া হোক। এই দাবিতে প্রতিবাদে সরব হয় সে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষর একাংশ। বাংলাদেশে কার্যত মিছিল করে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন সে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ। সেখানেই ইসকনকে দেশের বাইরে বের করে দেওয়া হোক কিংবা 'চামড়া গুটিয়ে' নেওয়া হোক বলে স্লোগান দেওয়া হয়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়।
ইসকনের বিরুদ্ধে বাংলাদেশে সংখ্যাগুরু মানুষের একাংশের প্রতিবাদ...
Radicals in Bangladesh stage provocative rally, declaring, "No place for ISKCON here" and threatening, "We will peel off the skins of ISKCON devotees." pic.twitter.com/It4M5PCYZB
— The Delhi Dialogues (@DelhiDialogues6) November 28, 2024
একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে...
#BREAKING | बांग्लादेश में हिंदुओं के खिलाफ बड़ा प्रदर्शन
- प्रोटेस्ट में हिंदुओं के खिलाफ लगे भड़काऊ नारे @Sheerin_sherry | https://t.co/smwhXUROiK#BreakingNews #Bangladesh #ISKCON #ABPNews pic.twitter.com/ID65mVDkiv
— ABP News (@ABPNews) November 28, 2024
ঢাকা বিমানবন্দর থেকে সম্প্রতি গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das)। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির পর থেকে গোটা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর-সহ একাধিক জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হচ্ছে বলে ওঠে অভিযোগ। যে ঘটনা নিয়ে ভারতের তরফেও জোরদার বিরুদ্ধাচারণ করা হয়।
তবে এসবের মধ্যে বৃহস্পতিবার দুপুরে ইসকনের তরফে জানানো হয়, চিন্ময়কৃষ্ণ দাস তাঁদের মুখপাত্র নন। ক্রমাগত চাপের মুখে পড়ে ইসকনের এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।