Egyptian Church Fire: মিশরের কায়রোতে গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জনের প্রাণহানি
41 Dead In Egyptian Church Fire (Photo: IANS)

কায়রো, ১৪ অগাস্ট: মিশরের (Egypt) রাজধানী কায়রোতে (Cairo) একটি কপটিক খ্রিস্টান গির্জায় (Coptic Christian Church) আগুন (Fire) লেগে মৃত্য়ু হল ৪১ জনের। ১৪ জন আহত হয়েছেন । প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ​​জেলা ইম্বাবার আবু সিফাইন গির্জায় আগুন লেগে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কপ্টরা হল মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়, মিশরের মোট ১০৩ মিলিয়ন জনসংখ্যার মধ্যে অন্তত ১০ মিলিয়ন মানুষ কপ্টরা। উত্তর আফ্রিকার দেশ মিশর আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এখানে বারেবারে সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন। বিশেষ করে ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর সংখ্যালঘুদের গির্জা, স্কুল এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবদেল ফাত্তাহ আল-সিসি প্রথম মিশরীয় রাষ্ট্রপতি যিনি প্রতি বছর কপ্টিক ক্রিসমাস গণে অংশ নেন। সম্প্রতি ইতিহাসে প্রথমবারের মতো সাংবিধানিক আদালতের প্রধানের জন্য একজন কপটিক বিচারক নিয়োগ করেছেন তিনি।

সাম্প্রতিক বছরগুলিতে মিশর বেশ কয়েকটি মারাত্মক দাবানলের শিকার হয়েছে। ২০২১ সালের মার্চ মাসে কায়রোর পূর্ব শহরতলিতে একটি টেক্সটাইল কারখানায় আগুনে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়।