পশ্চিমবঙ্গ বিধানসভা (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ৬ জুলাই: রাজ্যে ফের বিধান পরিষদ (West Bengal Legislative Council) গঠন করার স্বপ্ন একধাপ এগিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। রাজ্য বিধানসভায় ভোটাভুটির পর পাস বিধান পরিষদ গঠনের প্রস্তাব হল। ১৯৬-৬৯ ভোটে পাশ হল বিধান পরিষদ গঠনের প্রস্তাব। এবার বিধানসভায় পাশের পর, বিধান পরিষদ গঠনের জন্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের ((Jagdeep Dhankhar) স্বাক্ষর প্রয়োজন হবে। রাজ্যপালের অনুমোদনের পর তা কেন্দ্রীয় আইন মন্ত্রক ঘুরে লোকসভা এবং রাজ্যসভা, সংসদের উভয় কক্ষেই প্রস্তাবটি পাশ হতে হবে। সবশেষে চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির স্বাক্ষর লাগবে। আরও পড়ুন: 

'Khela Hobe' Divas: 'খেলা হবে' দিবস পালন রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তবেই এ রাজ্যে রাজ্যে বিধান পরিষদ চালু হবে। ১৯৫২ সালের ৫১ জন সদস্যকে নিয়ে বাংলাতেও বিধান পরিষদ গঠিত হয়। কিন্তু ১৯৬৯ সালের ২১ মার্চ তার অবলুপ্তি ঘটে। রাজ্যে আর্থিক অনটনের মাঝে কী যুক্তিতে বিধান পরিষদ গঠন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়করা। বিধান পরিষদ গঠন করতে একশো কোটি টাকার মত খরচ হবে বলে যুক্তি দেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।

এদিন, বিধানসভায় উপস্থিত ছিলেন মোট ২৬৫ বিধায়ক। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভায় সমাজের সব পক্ষের মানুষের প্রতিনিধিনিত্ব থাকা প্রয়োজন। তাই বিধান পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।