জামনগর, ১ এপ্রিলঃ গুজরাটের (Gujarat) জামনগর থেকে দ্বারকার দূরত্ব ১৪০ কিলোমিটারের বেশি। সেই দীর্ঘ পথ পায়ে হেঁটে পার করার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত (Anant Ambani)। মঙ্গলবারই রওনা দিয়েছেন তিনি। কড়া নিরাপত্তার মোড়কে গন্তব্যের পথে এগিয়ে চলেছেন আম্বানি পুত্র। এই বছর ৩০'তম জন্মদিন উদযাপন করতে চলেছেন অনন্ত। জন্মদিনে দ্বারকাধীশের আশীর্বাদপ্রাপ্ত হতে চান তিনি। তাই পায়ে হেঁটে ১৪০ কিলোমিটার পথ পার করে দ্বারকায় পৌঁছনোর অভিযান শুরু করেছেন। মঙ্গলবার গভীর রাতে অনন্তের পদযাত্রার বেশ কিছু ছবি ভিডিয়ো সমাজমাধ্যমে উঠে এসেছে। তেমনই এক ভাইরাল ভিডিয়ো মারফত জানা গিয়েছে, নিজের পদযাত্রার শুরুতেই ২৫০টি প্রাণ বাঁচালেন অনন্ত।
জামনগরে (Jamnagar) একটি মুরগি বোঝাই গাড়িকে রাস্তায় আটকায় তাঁর দল। কসাইখানা যাচ্ছিল ওই গাড়িটি। জানা যাচ্ছে, দ্বিগুণ দামে ওই ২৫০টি মুরগি কিনে নেন অনন্ত। তারপর সেগুলোর সঠিক চিকিৎসা এবং পরিচর্যার দায়িত্ব দেন তাঁর দলকে। আম্বানি পুত্রের এই পদক্ষেপ যুবসমাজকে সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট করবে বলেই মনে করছেন অনেকে।
২৫০টি মুরগির কসাইখানা যাওয়া আটকালেন অনন্ত আম্বানিঃ
Jamnagar: अनंत अंबानी ने बूचड़खाने जा रही 250 मुर्गियां बचाईं। दोगुनी कीमत देकर खरीदा। द्वारका तक 140 km की पैदल यात्रा पर निकले। pic.twitter.com/l65zw0cLea
— News18 Bihar (@News18Bihar) April 1, 2025
জামনগরে গড়ে উঠেছে অনন্ত অম্বানীর তৈরি বন্যপ্রাণ সংরক্ষণকেন্দ্র 'বনতারা' (Vantara)। মার্চেই তা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন এবং সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে সেখানে। বর্তমানে এই বন্যপ্রাণ সংরক্ষণকেন্দ্রে রয়েছে ২,০০০-এর বেশি প্রজাতির প্রাণী। 'বনতারা' হয়ে উঠেছে দেড় লক্ষেরও বেশি উদ্ধার হওয়া, বিপন্ন এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের আশ্রয়স্থল। অসহায় প্রাণীদের জন্যে আকুল হওয়া অনন্তের মন তাই জামনগরের রাস্তায় মুরগি বোঝাই গাড়ি দেখে ব্যাকুল হয়ে উঠল। পথেই গাড়ি থামিয়ে ওই মুরগিদের গন্তব্য কসাইখানা থেকে বদলে নিজের 'বনতারা'য় আনার সিদ্ধান্ত নিয়েছেন।