কলকাতা, ৩০ মার্চ: করোনার(Coronavirus) মোকাবিলায় একপ্রকার ঝাঁপিয়ে পড়েছে রাজ্য সরকার। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে করোনা চিকিত্সা কেন্দ্রে রূপান্তরিত করার পর আরও এক সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য প্রশাসন। সোমবার রাজ্যের ২২ জেলায় ২২টি "ডেডিকেটেড" করোনা হাসপাতাল তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘সব জেলা থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কোন হাসপাতালে তাঁরা করতে চান তাও জানাতে বলা হয়েছে।’
এই সময়ের খবর অনুযায়ী, সব জেলার প্রশাসন এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে এই মর্মে নির্দেশও পাঠানো হয়ে গিয়েছে। সেখানকার কোন হাসপাতালকে 'করোনা হাসপাতালে' রূপান্তরিত করা যাবে, সে বিষয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে কত সংখ্যক বেডের ব্যবস্থা করা সম্ভব, চিকিত্সার জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কত চিকিৎসক-নার্স কর্মী দরকার, এ সবেরই রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য ভবনকে। আরও পড়ুন, ফের একজন করোনা আক্রান্তের মৃত্যু রাজ্যে, সংখ্যাটা এবার ২
এদিকে আজ রাজ্যে (West Bengal) ফের করোনায় মৃত্যু ঘটল এক জনের। এনিয়ে মারণ ভাইরাসের গ্রাসে প্রাণ হারালেন দুজন। মৃত মহিলা কালিম্পংয়ের বাসিন্দা। রবিবার রাত দুটো নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বছর ৪৪-এর ওই মহিলা গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃতার মেয়ে ও চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য চেন্নাইতে গিয়েছিলেন ওই গৃহবধূ। গত ১৬ মার্চ সেখান থেকে ফিরে আসেন কালিম্পংয়ের বাড়িতে।