
নতুন দিল্লি, ২৩ ফেব্রুয়ারি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নরেন্দ্র মোদীর গড়কেই বেছে নিল কংগ্রেস। গত বছর লোকসভা নির্বাচনে অপ্রত্য়াশিতভাবে ভাল ফল করার পর অনেকেই ভেবেছিলেন, এবার ভারতীয় রাজনীতিতে বড়ভাবে প্রত্যাবর্তন হবে হাত শিবিরের। কিন্তু এমন সঙ্কটের সময় এবার আমেদাবাদে AICC অধিবেশনে বসছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
কংগ্রেসের শীর্ষ নেতাদের অধিবেশন বসতে চলেছে গুজরাটের রাজধানী আমেদাবাদে। আগামী ৮ ও ৯ এপ্রিল-দু'দিন নরেন্দ্র মোদী গড়ে বসছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) অধিবেশন। সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জন খাড়গের নেতৃত্বে দু দিনের AICC অধিবেশনে দেশের সব রাজ্যের হাত শিবিরের শীর্ষ নেতারা হাজির থাকবেন।
কংগ্রেসের বৈঠক আমেদাবাদে
In line with the decision taken at the Nava Satyagraha Baithak in Belagavi, we will be holding an AICC Session in Ahmedabad on 8-9 April, 2025.
On 8 April, INC President Sh. Mallikarjun @kharge ji will preside over the Extended CWC Session, and a meeting of AICC delegates will… pic.twitter.com/Lae6NZoIEk
— K C Venugopal (@kcvenugopalmp) February 23, 2025
এই AICC অধিবেশনে কংগ্রেসের সংগঠনে বড় রদবদলের সম্ভাবনা আছে। জোর জল্পনা, কংগ্রেস সাধারণ সম্পাদক পদ থেকে কেসি ভেনুগোপাল-কে সরিয়ে রাজস্থানের বিধায়ক সচিন পাইলটকে আনা হতে পারে। বিহার বিধানসভা নির্বাচনের আগে আমেদাবাদের অধিবেশনে কংগ্রেসের সংগঠনে বদল হওয়ার জল্পনা রয়েছে।