Atishi (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৩ ফেব্রুয়ারিঃ দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে আপ আদমি পার্টি বেছে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশিকে (Atishi)। কালকাজি (Kalkaji) আসন থেকে জয়ী বিধায়ক অতিশি বিধানসভায় দলের নেতৃত্ব দেবেন। ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি ৪৮টি আসনে জিতে রাজধানীর ক্ষমতা দখল করেছে। সেখানে আপ ঝুলিতে এসেছিল মাত্র ২২টি আসন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শালিমার বাগের জয়ী বিজেপি প্রার্থী রেখা গুপ্ত।

রবিবার আপের (AAP) তরফে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়। আম আদমি পার্টির নেতা গোপাল রাই (Gopal Rai) ঘোষণা করেন, বিধানসভা দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অতিশি দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করবেন। মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির জনগণের সেবা করেছেন তিনি। এবার বিরোধী দলনেতার ভূমিকা নেবেন। বিধানসভায় আপ সুষ্ঠু বিরোধী দলের দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেন গোপাল।

দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা অতিশিঃ

সুষ্ঠু বিরোধী দলের দায়িত্ব পালনের আশ্বাসঃ