Virat Kohli helping Naseem Shah. (Photo Credits: X)

Virat Kohli Assists Naseem Shah with Shoelace: খেলার মাঠে কোনো সীমান্ত থাকে না। শত্রু শুধুই খেলার সময়ই। প্রতিপতক্ষকে পরাস্ত করার লক্ষ্য থাকে ঠিকই, কিন্তু সেটা শুধু খেলার নিয়ম মেনেই। সহ খেলোয়াড়, সে প্রতিপক্ষ হলেও তার অসুবিধায় ছুটে যাও। এই মন্ত্র মেনেই এদিন পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহ-র সাহায্যে এগিয়ে এলেন বিরাট কোহলি। রবিবার দুবাইয়ের মহারণে ব্যাট করতে নেমে জুতোর ফিতে বাঁধতে গিয়ে সমস্যায় পড়েন পাকিস্তানের টেলেন্ডার ব্যাটার নাসিম শাহ।

টেলেন্ডার ব্যাটাররা প্যাড পরে জুতোর ফিতে বাঁধতে গিয়ে সমস্যায় পড়ার ঘটনা মাঝে মাঝেই দেখা যায়। নাসিমের সেই জুতোর ফিতে বাঁধার সমস্যা দেখে ছুটে গিয়ে পাকিস্তানের ক্রিকেটারকে সাহায্য করেন কোহলি। কোহলির 'স্পোর্টস ম্যান স্পিরিট' দেখে গ্যালারিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বাগত জানান। এই ঘটনার পর কুলদীপ যাদবের বলে নাসিম শাহ (১৪)-র ক্যাচ নিয়ে বড় নজির গড়লেন বিরাট কোহলি।

নাসিম শাহর জুতোর ফিতে বাঁধলেন কোহলি

 

ভারতীয়দের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশী ক্যাচ লোফার নজির এদিন গড়েন কোহলি (১৫৮টি)। কোহলি এদিন দুবাইয়ের মহারণে দুটি ক্যাচ লোফেন, প্রথমে নাসিম শাহ, তারপর খুসদিল শাহ-র।