Virat Kohli. (Photo Credits: X)

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটা বড় নজির গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এক বড় মাইলস্টোনে পোঁছলেন কোহলি। সচিন তেন্ডুলকর, কুমারা সাঙ্গাকারা-র পর বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে কোহলি ১৪ হাজার রান পূর্ণ করে ফেললেন। এখানেই শেষ নয়, সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজারী ক্লাবে ঢুকলেন কোহলি।

সচিনের চেয়ে ৬৩টি ইনিংস কম নিয়ে ১৪ হাজারি ক্লাবে কোহলি

ওয়ানডে ক্রিকেটে সচিন যেখানে ১৪ হাজার রান করতে ৩৫০টি ইনিংস নিয়েছিলেন, সেখানে বিরাট মাত্র ২৮৭টি ইনিংসেই এই মাইলস্টোনে পোঁছে গিয়েছেন। ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে ঢুকেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা (৩৭৮ ইনিংস)। সাঙ্গাকারের ১০ বছর পর কোহলি এবার ওয়ানডে-তে ১৪ হাজারের বেশী রান করে ফেললেন।

সচিন, সাঙ্গাকারার সঙ্গে ১৪ হাজারি ক্লাবে কোহলি

সাঙ্গাকারাকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে যাওয়াটা সময়ের অপেক্ষা কোহলির

সাঙ্গাকারা (১৪ হাজার ২৩৪)-কে ছাপিয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের দ্বিতীয় সেরা রানসংগ্রহকারী হওয়াটাও কোহলির কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। তবে এই বিষয়ে সচিনের রেকর্ড ভাঙতে কোহলিকে এখনও ৪ হাজার রান করতে হবে। প্রসঙ্গত, ওয়ানডে-তে সর্বাধিক সেঞ্চুরির বিষয়ে সচিন (৪৯টি)-কে চাপিয়ে গিয়েছেন কোহলি। প্রসঙ্গত, ১৪ হাজারের মত কোহলি ওয়ানডে-তে ১৩ হাজার রানটাও পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণ করেছিলেন (২০২৩ সালের সেপ্টেম্বরে, এশিয়া কাপে কলম্বোয়)।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রহকারী পাঁচ ব্যাটার

১) সচিন তেন্ডুলকর: ১৮ হাজার ৪২৬ রান

২) কুমারা সাঙ্গাকারা: ১৪ হাজার ২৩৪ রান

৩)বিরাট কোহলি: ১৪ হাজার রান (পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস চলছে)

৪) রিকি পন্টিং: ১৩ হাজার ৭০৪ রান

৫) সনত জয়সূর্য: ১৩ হাজার ৪৩০ রান