
নাগরকুর্নুল, ২৩ ফেব্রুয়ারিঃ শনিবার তেলেঙ্গানার (Telangana) নাগরকুর্নুল জেলায় একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের ছাদ ধসে পড়ে বিপর্যয় ঘটেছে। ধ্বংসাবশেষের নীচে আটকে পড়েছেন ৮ জন শ্রমিক। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতেই উদ্ধার কাজ শুরু করেছে। কিন্তু রবিবার সকাল অবধিও কোন শ্রমিককে বের করে আনা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা জানাচ্ছেন, সুড়ঙ্গের ২০০ মিটার অংশ ধ্বংসস্তূপে ভরা। যতক্ষণ না এই ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে, ততক্ষণ ভিতরে আটকে পড়া শ্রমিকদের সঠিক অবস্থান বুঝে তাঁদের উদ্ধার করা সম্ভব না।
এনডিআরএফের ডেপুটি কমান্ডার উদ্ধারকাজ সম্পর্কে বললেন, সুড়ঙ্গের ১১-১৩ কিলোমিটারের মধ্যের অংশে জল ভরে গিয়েছে। উদ্ধারকাজ শুরুর আগে ওই জল পরিষ্কার করতে হবে। তারপর ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হবে। পৌঁছনো সম্ভব হবে ভিতরে আটকে পড়ে শ্রমিকদের কাছে। ভিতরে প্রচুর পরিমাণে কাদাও জমে গিয়েছে যার জেরে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।
শনিবার শ্রীশৈলম বাঁধের পিছনে অবস্থিত সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়েছে। নাগরকুর্নুল জেলার নির্মাণাধীন শ্রীশৈলম বাম তীর খাল (SLBC) প্রকল্পে দুর্ঘটনাটি ঘটেছে। সুড়ঙ্গের প্রবেশপথ থেকে ১৪ কিলোমিটার অন্দরে ধসে পড়েছে ছাদ। জলসেচের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধার কাজে সহায়তার জন্যে এগিয়ে এসেছে ভারতীয় সেনা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনা বাহিনীর ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স।
সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৮ জনের পরিচয় সামনে এসেছে। তাঁদের মধ্যে দুজন প্রকৌশলী, এক মার্কিন কোম্পানির অপারেটর রয়েছেন দুজন এবং বাকি চারজন শ্রমিক। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে। খোঁজখবর নেওয়ার পাশাপাশি আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাকে কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন।