প্রতীকী ছবি (File Photo)

শহর কলকাতায় প্রায়শই একের পর এক চুরি ডাকাতির খবর সামনে আসছে। এরমধ্যেই শনিবার বিকেলে ঢাকুরিয়ার (Dhakuria) মতো জায়গায় বিকেল চারটে নাগাদ প্রকাশ্য রাস্তায় এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালাল তিন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ঝিলপার এলাকায়। মহিলা ও তাঁর পরিবার ইতিমধ্যেই থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এই ঘটনার পর শহর কলকাতার রাস্তায় জনসাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা

জানা যাচ্ছে, এদিন বিকেলে পিয়ালি দে নামে এক মহিলা তাঁর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময়ই এক বাইকে জনা তিনেক যুবক এসে তাঁর সামনে দাঁড়ায়। বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও বাকি দুজনের মুখ দেখা যাচ্ছিল। বাইক থেকে নেমেই দুজনে মহিলাকে ভয় দেখিয়ে গলা থেকে চেন ছিনিয়ে নেয়। মহিলার দাবি, আততীয়ারা হাবভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যে তাঁদের কাছে অস্ত্র রয়েছে। তাই মহিলা কিছু বলতেও পারছিলেন না।

তদন্ত শুরু করেছে পুলিশ

ঘটনার পরেই থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান ওই মহিলা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনার পর এখনও কাউকে গ্রেফতার করেননি তদন্তকারীরা। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের সন্ধানের চেষ্টা করছেন পুলিশ।