Kuldeep Yadav. (Photo Credits:X)

দুবাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তেমন সুবিধা করতে পারল না পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মাদের জেতার জন্য ২৪২ রানের লক্ষ্যমাত্রা দিলেন মহম্মদ রিজওয়ানরা। একটা সময় পাঁচের কাছাকাছি রানরেট রেখে ২ উইকেটে ১৫১ রানে দাঁড়িয়ে ছিল পাকিস্তান। তখন মনে হচ্ছিল, রোহিতদের বড় রানের টার্গেট দিতে পারে পাকিস্তান। কিন্তু অধিনায়ক রিজওয়ান (৪৬) আউট হতেই পাকিস্তানের মিডল অর্ডারে ধস নামে। পাকিস্তানের মাঝের পাঁচটি উইকেট পড়ে ৪৯ রানের মধ্যে। তবু শেষের দিকে খুসদিল শাহ (৩৮) ও নাসিম শাহ (১৪)-র সৌজন্যে কিছুটা লড়ার মত স্কোর করে পাকিস্তান। বেশ ভাল ব্যাটিং করেন সৌদ সাকিল (৬২ রান)। পাক তারকা বাবর আজম ২৬ বলে ২৩ রানে আউট হন। পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৪১ রানে, ৪৯.৪ ওভারে।

পাকিস্তানকে ২৫০ রানের মধ্যে গুঁটিয়ে দিলেন ভারতের বোলাররা

৪০ রান দিয়ে ৩ উইকেটের দুরন্ত স্পেল করে কুলদীপ যাদব দলের মনোবল বাড়ান। বাবর আজম ও সর্বোচ্চ রান করা সৌদ সাকিলের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। মোক্ষম সময়ে অধিনায়ক রিজওয়ান-কে আউট করেন অক্ষর প্য়াটেল। জাদেজা ৪০ রানে ১টি উইকেট নেন। শেষ ওভারে কোনও রান না দিয়ে দারুণ বল করেন হর্ষিত রানা। সামি ৮ ওভারে ৪৩ রান দিলেও কোনও উইকেট পাননি। রান আউট হন পাক ওপেনার ইমাম উল হক (১০)।

দুবাইয়ের স্লো পিচে পুরনো বলে ব্যাট করা কঠিন ঠিকই, কিন্তু রোহিত শর্মা থেকে শুভমন গিল, বিরাট কোহলি থেকে শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, দলকে টি-২০র যুগে ৫০ ওভারের ম্যাচে ২৪১ রানের মধ্যে আটকে রাখতে হলে শাহিন শাহ আফ্রিদিদের অবিশ্বাস্য করতে হবে।