Rape Representational Image Photo Credit: File Image

থানে, ২৩ ফেব্রুয়ারিঃ প্রাক্তন প্রেমিকার নতুন সম্পর্ক মেনে নিতে পারলেন না যুবক। রাগে, ক্রোধে, প্রতিহিংসায় জর্জরিত হয়ে ভয়ানক ছক কষেন তিনি। পাঁচ বন্ধুর সঙ্গে মিলে বছর ২২-এর তরুণীকে অপহরণ করেন যুবক। এরপর নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাঁদের মধ্যে চারজন তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডির শান্তি নগর পুলিশ অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের মামলা দায়ের করেছে। যাদের মধ্যে চারজন তরুণীকে যৌন নির্যাতন করেছিলেন এবং বাকি দুজন অপরাধে সহায়তা করেছিলেন।

পুলিশ জানাচ্ছে, নির্যাতিতা তরুণী এবং তাঁর প্রাক্তন প্রেমিক অর্থাৎ গোটা ঘটনার মুখ্য অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু কয়েক মাস হল সম্পর্কে ইতি পড়েছে। এরপর নতুন সম্পর্কে জড়ান ওই তরুনী। প্রাক্তন প্রেমিকার নতুন সম্পর্কের কথা জানতে পারা মাত্রই গাত্রদাহ শুরু হয় যুবকের। এরপরেই বন্ধুদের সঙ্গে মিলে অপহরণ এবং গণধর্ষণের ছক কষেন তিনি।

বৃহস্পতিবার রাতে একটি পিক-আপ ভ্যানের মধ্যে তুলে চার অভিযুক্ত তরুণীকে গণধর্ষণ করেন। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ২০-২৫ বলেই জানাচ্ছে পুলিশ। পলাতক ছয় অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।