Sanjay Roy (Photo Credits: X)

কলকাতা, ২১ জানুয়ারি: আরজিকর-কাণ্ডে (RG Kar Case) এবার হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। শিয়ালদহ আদালতের তরফে সঞ্জয় রায়কে (Sanjay Roy) আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদহ আদালতের রাে খুশি নয় রাজ্য সরকার। সেই কারণেই এবার  উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারক মহম্মদ রশিদির ডিভিশন বেঞ্চে আবেদন করেন। ডিভিশন বেঞ্চের অনুমতি মিললে তবেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

আরও পড়ুন: RG Kar Case: আমাদের হাতে থাকলে মৃত্যুদণ্ড নিশ্চিত করতাম, আরজি কর ধর্ষণ মামলা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত ২০ জানুয়ারি আরজিকর মামলার রায় ঘোষণা হয়। যেখানে শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস এই মামলাকে 'বিরলের মধ্যে বিরলতম নয়' বলে জানান। সেই কারণে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। পাশাপাশি রাজ্য সরকার যাতে নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয়, সে বিষয়েও নির্দেশ দেন।

শিয়ালদহ আদালতের নির্দেশ সামনে আসতেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এই ধরনের 'নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত' বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই আভাস মিলছিল। এবার শিয়ালদহ কোর্টের রায়ের ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে।