
Argentina vs Brazil Live Streaming: কাল, বুধবার ভোরে (ভারতীয় সময়) বুয়েন্স আয়ার্সের এস্টাডিও মোনুমেন্টাল-এর মাঠে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতাপর্বে মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। চোট থাকায় লিওনেল মেসি এই ম্যাচে খেলতে পারছেন না। অন্যদিকে, নেইমারও একই কারণে ব্রাজিলের একাদশে নেই। মেসি, নেইমার না থাকলেও আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আসলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় ম্যাচের তকমা পায় আর্জেন্টিনা ও ব্রাজিল (অন্তত এশিয়া, দুই আমেরিকা মহাদেশে তো বটেই)। মেসি না থাকলেও আর্জেন্টিনা বেশ শক্তিশালী দল। বিশ্বকাপের শেষ তিনবারের মধ্যে দুবারের ফাইনালিস্ট লাতিন আমেরিকার এই দেশের মনোবল এখন তুঙ্গে।
মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারিয়ে মনোবল তুঙ্গে আর্জেন্টিনার
কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনার ফুটবালরদের শরীরী ভাষাই বদলে গিয়েছে। বুধবার ব্রাজিলের বিরুদ্ধে ড্র করলেও আমেরিকা, মেক্সিকো, কানাডায় হতে চলা ২০২৬ বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করে ফেলবে আর্জেন্টিনা। তবে ব্রাজিলকেই হারিয়েই ২৬-এর টিকিট অর্জন করতে মরিয়া মার্টিনেজ, আলভারেজ-রা।
ব্রাজিলের হাল তেমন ভাল নয়
গত কয়েক বছরে আর্জেন্টিনার ফুটবলে যতটা উন্নতি হয়েছে, ততই যেন তলিয়ে গিয়েছে ব্রাজিল। একের পর এক হারে ব্রাজিল ফুটবল অন্ধকারে। দীর্ঘ ৬ বছর আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। আর আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া সাম্বার দেশ। মেসি, মারাদোনার দেশ থেকেই কামব্যাকে মরিয়া পেলের দেশ।
দুই দলের সম্ভাব্য একাদশ-
আর্জেন্টিনা- এমিলিনো মার্টিনেজ, মালিনা, রোমেরো, ওতামেন্ডি, টাগলিয়াফিকো, ডি পল, ম্যাক আলিস্টার, সিমোনে, ফার্নান্ডেজ, আলমাদা, আলভারেজ। কোচ- লিওনল স্কালোনি।
ব্রাজিল- বেন্টো, ভানদেরসন, মার্কুনেজ, ওরতিজ, আরানা, জোলিনটন, রডরিগগো, রাফিনহো, ভিনিসিয়াস, পেদ্রো। কোচ- দোরিভাল (জুনিয়র)।
পরিসংখ্যান-
মুখোমুখি মোট ম্যাচ: ১১৪
ব্রাজিল জয়ী: ৪৬
আর্জেন্টিনা জয়ী- ৪২
ড্র: ২৬
শেষ পাঁচটি ম্যাচে
আর্জেন্টিনা জয়ী- ৩, ব্রাজিল-১, ড্র-১
ভারতে কোথায়, কীভাবে দেখা যাবে খেলাটি
ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে খেলাটি। কোন টিভি চ্যানেল বা ওটিটি প্ল্য়াটফর্মে দেখা যাবে না। তবে গ্লোবো টিভি সহ কিছু ইউ টিউব চ্যানেলে সরাসরি খেলা দেখা যাবে।
বাংলাদেশে কোথায়, কী ভাবে দেখা যাবে খেলাটি
বাংলাদেশের স্থানীয় সময় বুধবার সকাল ৬টা থেকে শুরু হবে খেলাটি। কোন টিভি চ্যানেল বা ওটিটি প্ল্য়াটফর্মে দেখা যাবে না। তবে গ্লোবো টিভি সহ কিছু ইউ টিউব চ্যানেলে সরাসরি খেলা দেখা যাবে।
বিশ্বকাপের যোগ্যতাপর্বে আর্জেন্টিনা এখন কোথায় দাঁড়িয়ে
লাতিন আমেরিকায় লিগ তালিকায় এখন সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা (১৩ ম্যাচে ২৮ পয়েন্ট)। ব্রাজিলের বিরুদ্ধে ড্র করলেও ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করে যাবে আর্জেন্টিনা। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা থেকে এবার ১০টি-র মধ্যে ৬টি দল সরাসরি মূলপর্বে খেলবে। লিগ তালিকায় ৭ নম্বরে থাকা দল বলিভিয়ার পয়েন্ট এখন ১৩। বাকি আছে পাঁচটা ম্যাচ।
বিশ্বকাপের যোগ্যতাপর্বে ব্রাজিল এখন কোথায় দাঁড়িয়ে
মাঝে একের পর এক তলিয়ে গেলেও শেষের কটা ম্যাচ জিতে ব্রাজিল আবার লিগ তালিকায় প্রথম তিনে উঠে এসেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ১৩ ম্যাচে ২১ পয়েন্টে দাঁড়িয়ে। এবার যোগ্যতাপর্ব ব্রাজিল এখনই ৪টি ম্যাচে হেরে গিয়েছে। গত তিনটি বিশ্বকাপের যোগ্যতাপর্বে মিলিয়েও ব্রাজিল এতগুলো ম্যাচে হারেনি।
ফিফা ব়্যাঙ্কিং
আর্জেন্টিনা: ১, ব্রাজিল: ৫
কারা এগিয়ে
এই ধরনের ডার্বি ম্যাচে কারা এগিয়ে বলা খুব কঠিন। স্নায়ুর লড়াই। তবে সব দিকে বিবেচনা করে আর্জেন্টিনাকে ৫২:৪৮-এ এগিয়ে রাখতে হচ্ছে।