
দিল্লি, ২৫ মার্চ: ছড়াচ্ছে আলফা-গ্যাল সিনড্রোম (Alpha-Gal Syndrome)। যে কোনও ধরনের রেড মিট (Meat) থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে। এমনই জানাচ্ছেন গবেষকরা। কাঁচা মাংসের গায়ে বাসা বাঁধছে টিক (ছোট ছোট পোকা বলে মনে করা হচ্ছে)। কাঁচা মাংসে থাকা সেই টিক থেকেই আলফা-গ্যাল নামের সংক্রমণ ছড়ানো অ্যালার্জিতে অনেকে আক্রান্ত হচ্ছেন। সেই অ্যালার্জি থেকে অনেকে অসুস্থ হচ্ছেন বলে খবর।
রিপোর্টে প্রকাশ, মার্কিন মুলুকের দুই মহিলা (ওয়াশিংটনে বসবাসকারী) এই মুহূর্তে আলফা-গ্যাল নামের অ্যালার্জিতে আক্রান্ত। যাঁদের বয়স, ৪৫ এবং ৬১। আলফা-গ্যালে আক্রান্ত হয়ে ওই দুই মহিলার বমি শুরু হয় প্রথমে। এরপর ডায়রিয়া, শ্বাসের কষ্টের মত একাধিক উপসর্গ শরীরে বাসা বাঁধতে শুরু করে।
ওয়াশিংটনের ওই দুই মহিলার রক্ত পরীক্ষা করে জানা যায়, তাঁদের দুজনকেই টিক কামড়েছে। টিকের কামড় থেকেই ওই দুই মহিলা বিরল আলফা-গ্যালে আক্রান্ত হন।
কী এই আলফা-গ্যাল সিনড্রোম?
রেড মিট থেকে ছড়ানো একটি বিরল অ্যালার্জির নাম আলফা-গ্যাল সিনড্রোম। যে কোনও ধরনের রেড মিট এবং স্তন্যপায়ী পশুদের শরীর থেকে মানুষ সংক্রমিত হয় এই আলফা-গ্যালে।
আলফা-গ্যাল সিনড্রোমে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দেয় শরীরে?
শরীর জুড়ে চুলকানি শুরু হয়। র্যাশ বের হয়।
বমি শুরু হয়। বমি বমি ভাবও দেখা যায় আক্রান্তের মধ্যে।
পেটে প্রচণ্ড ব্যাথা হয়।
হজমে সমস্যা শুরু হয়।
ডায়রিয়া দেখা দেয়।
সর্দি,কাশি যেমন শুরু হয়, তেমনি শ্বাসকষ্ট হয়। নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আক্রান্তের।
ব্লাড প্রেসার কমতে শুরু করে।
ঠোঁট, গলা, জিহ্বা ফুলে যায়। চোখের পাতাও ফুলে ওঠে।
সংক্রমিত ব্যক্তি যে কোনও সময় অজ্ঞান হয়ে যেতে পারেন।