
জয়পুর, ২৫ মার্চ: ফের আত্মহত্যা (Suicide) মেডিকেল পড়ুয়ার (Medical Student)। এবার রাজস্থানের (Rajasthan) যোধপুরে (Jodhpur) আত্মহত্যা করলেন এক মেডিকেল পড়ুয়া। ১৯ বছর বয়সী পড়ুয়া নিজের জীবন শেষ করার আগে একটি সুইসাইড নোট লিখে রেখে যান। যেখানে তিনি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেন। মৃতের নাম রোহিত ভাট্টি।
রিপোর্টে প্রকাশ, যোধপুরের যে হস্টেলে রোহিত থাকতেন, সেখানকার ঘরেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যার আগে রোহিত সুইসাইড নোটে সবার কাছে ক্ষমা চেয়ে নেন। প্রত্যাশা পূরণ করতে না পেরেই রোহিত আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছেন বলেও জানান নিজের সুইসাইড নোটে।
রোহিত ভাট্টির মৃতদেহ হস্টেলের ঘরে প্রথম দেখতে পান সেখানকার মালিক। এরপর তিনিই থানায় খবর দেন। ছেলের মৃত্যুর খবর পেয়েই রোহিতের বাবা মোহনলাল মালি যোধপুরে পৌঁছেন। তাঁর পরিবারের অন্যরাও পৌঁছে যান যোধপুরে। ময়নাতদন্তের পর রোহিতের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়।