CM Mamata Banerjee. (Photo Credits: X)

আরজি কর ধর্ষণ মামলার রায় নিয়ে এই মুহূর্তে বেশ ভালোই বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। ধর্ষক সঞ্জয় রায়কে ফাঁসির দাবি করেছিল নির্যাতিতার পরিবার। এমনকী শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও এই মৃত্যুদণ্ডের দাবি করা হয়। তবে সোমবার শিয়ালদহ আদালতের পক্ষ থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। আর এই নির্দেশ সামনে আসার পরেই সিবিআইয়ের তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।এবার নাম না করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমালোচনা করেছেন।

কলকাতা পুলিশের ওপর আস্থা

তাঁর মতে, অভয়াকাণ্ড নিয়ে আদালতের রায় সংক্রান্ত খবর পেয়েছি। সকলেই অভিযুক্তের মৃত্যুদণ্ডের আশা করেছিল। আমরা এর পক্ষেই আছি। তবে আদালতের রায় নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। এই ঘটনার পর রাজ্যে আরও তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এগুলির তদন্ত রাজ্য পুলিশ করেছে এবং ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে দোষীর মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস ছিল। যদি এর তদন্তভার কলকাতা পুলিশের হাতে থাকত, তাহলে অবশ্যই অভিযুক্তের ফাঁসির সাজা নিশ্চিত হত।