জ্বলন্ত গাড়ি (Car) যেন খেতে আসছে। হাওয়ার মত গতিতে উড়ে যাচ্ছে রাস্তা দিয়ে। শুনতে অবাক লাগলেও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে (Lucknow) এমনই একটি গাড়ির দেখা মিলল। যে গাড়ি যখন রাস্তা দিয়ে চলছে, তার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে উড়ছে সেই আগুনের (Fire) ফুলকি। বিশ্বাস না হলে দেখতে হবে লখনউয়ের এই ভিডিয়ো। যেখানে রাস্তা দিয়ে ওই এসইউভি গাড়িটি যাওয়ার সময় সেটি একটি স্কুটিতে ধাক্কা খায়। ধাক্কা দিয়ে, গাড়িটি স্কুটিতে থাকা দুই ভাই, বোনকে রাস্তায় ছিটকে ফেলে দেয়। তবে গাড়ির গতি কমেনি একটুও, থামা তো দূর অস্ত। স্কুটিটি যখন গাড়িতে বেধে রয়েছে, সেই অবস্থাতেই এসইউভিটি ছুটে চলে। কয়েক কিলোমিটার পর্যন্ত ওই এসইউভি গাড়িটি ছুটে যায়, নিজের সঙ্গে স্কুটি বাধিয়ে নিয়ে। গাড়ি চালকের এমন ভয়নক কীর্তি দেখে, সেখানে হাজির প্রত্যেকে সেই ভিডিয়ো তুলে নেন। যা মুহূর্তে ভাইরাল (Viral Video) হয়ে যায়।
দেখুন স্কুটি বাধিয়ে নিয়ে কীভাবে রাস্তা দিয়ে কার্যত উড়ে গেল গাড়ি...
ये लखनऊ की सड़कों पर विचर रहे हैवान हैं!
लुलु मॉल के पास तेज़ रफ्तार एसयूवी की टक्कर से स्कूटी सवार भाई - बहन छिटक कर दूर गिरे, एसयूवी में फंसकर कई किलोमीटर तक घिसटती चली गई स्कूटी, जिससे सड़क पर फैलती रही चिंगारी. लेकिन नही रोकी एसयूवी।
राहगीरों ने वीडियो बनाकर सोशल मीडिया पर… pic.twitter.com/dLyrHzugik
— Gyanendra Shukla (@gyanu999) March 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)