
নয়াদিল্লিঃ লন্ডনের(London) হাই কমিশনে দাঁড়িয়ে লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ানের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার ভারতীয় দূতাবাসে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ১৮ মিনিটের বক্তৃতা রাখেন তিনি। সেই ১৮ মিনিটের বক্তৃতাতেই লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবার দাবি তোলেন মমতা। মমতা লন্ডনে উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরে। টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বিশ্বের বৃহত্তম এই বিমানব্ন্দরে। এই কারণে মুখ্যমন্ত্রীর বিলেত সফরের সূচিতে বদল ঘটে।
কলকাতা-লন্ডন সরাসরি উড়ান আবার চালু হোক, দাবি মমতার
এই ঘটনার কথা টেনেই হাই কমিশনে মমতা বলেন, "বাংলা বেশি দূরে না। তাই লন্ডন থেকে সরাসরি বিমান পরিষেবা শুরু হলে খুব ভাল হয়। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।" এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "হিথরোর ঘটনায় সব ঘেঁটে গেল। আমাদের ৩০ জন মিলে আসার কথা ছিল। ৮ ঘণ্টায় চলে আসার কথা ছিল আর সময় লাগল ১৮ ঘণ্টা। এর আগে গোটা একটা দিন কাটল দুশ্চিন্তায় যদি বিমান বাতিল হয়ে যায়।" কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াত আরও সহজ হব এটাই বোঝাতে চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
লন্ডন থেকে কলকাতা সরাসরি বিমান চালু হোক, বিদেশের মাটিতে আর্জি মমতার
“Please remember Bengal is not far way , we need direct flight . I would request High Commissioner here to pursue this matter . Earlier before we came in power it was there . It takes 18 hours now says @MamataOfficial #MamataLondon pic.twitter.com/qFf34J1FZk
— Kamalika Sengupta (@KamalikaSengupt) March 24, 2025