Modi, Amit Shah, Nadda (Photo Credits: X)

লোকসভা ভোটের আগে দুই দলের কাদা ছোড়াছুড়িতে ভেঙেছিল জোট। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত জয়ললিতার দল AIADMK-কে ছাড়াই একা লড়েই তামিলনাড়ুতে বাজিমাতের চেষ্টা করেছিল বিজেপি। বিজেপির বিরুদ্ধে শিবসেনা, এনসিপি-র কায়দায় জল ভাঙার অবিযোগ তুলে NDA ছেড়ে বেরিয়ে এসে লোকসভায় একা লডে়চিল এআইএডিএমকে। কিন্তু দুটি দলই তামিলনাডুতে একেবারে খারাপ ফল করে কোনও আসনই জিততে পারেনি।

আন্নামালাইয়ে ভরসা নয়

দলের রাজ্য সভাপতি আন্নামালাইয়ের কথা শুনে এনডিএ-র দীর্ঘদিনের সঙ্গী এআইএডিএমকে-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তামিল-ভূমে জয়ের চেষ্টা ছিলেন অমিত শাহ-জেপি নাড্ডা-রা। কিন্তু গত বছর লোকসভা ভোটে একা লড়ে তামিলনাড়ুতে ভরাডুবি হয়েছিল বিজেপির। আন্নামালাইয়ের ওপর আস্থা করে ভুলে হয়েছে বুঝতে পেরে এবার এআইএডিএমকে-র সঙ্গে জোট করতে নামল বিজেপি। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা ভোটে ফের জয়ললিতার দলের সঙ্গে জোট করে লড়ার পথে বিজেপি। তিনটি ভাষা চালু বিতর্কে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের আক্রমণত্মক ভূমিকার মোকাবিলায় গেরুয়া শিবির ফিরছে পুরনো ছকে।

স্ট্যালিনকে একা হারানো যাবে না, বুঝেছেন নাড্ডা-রা

স্ট্যালিনকে হারানো একার পক্ষে সম্ভব নয় বুঝতে পেরে এআইএডিএম-কের প্রধান এদাপ্পাদি কে পালানিস্বামীর সঙ্গে নয়া দিল্লিতে বৈঠকে বসলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। স্ট্যালিনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে বুঝতে পেরে তামিলনাড়র প্রধান বিরোধী দল এআইএডিএমকে-কে পাশে নিয়ে কোমর বেঁধে লড়তে চায় গেরুয়া শিবির। AIADMK-র নেতারাও বুঝতে পারছেন, দিল্লিকে পাশে না পেলে স্ট্যালিনকে কিছুতেই কোণঠাসা করা সম্ভব নয়। আর তাই দল ভাঙানোর মত বিস্ফোরক অভিযোগ ভুলে নরেন্দ্র মোদীর জোটেই ঢুকতে রাজি জয়ার দল।

তামিলনাড়ুতে কিছুতেই সুবিধা করতে পারছে না বিজেপি

২০২১ বিধানসভায় জয়ললিতার দলের সঙ্গে জোটে লড়ে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজেপি মাত্র ৪টি আসনে জিতেছিল। সেখানে এআইএডিএমকে জিতেছিল ৬৬টি আসন। সেখানে ১৩৩টি আসনে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ডিএমকে প্রধান তথা করুণানিধি পুত্র এমকে স্ট্য়ালিন।