Photo Credits: FB

হাসিমারা, মালদা এবং বালুরঘাটের পর, পশ্চিমবঙ্গের আরও একটি বিমানবন্দর প্রকল্প বন্ধ হতে চলেছে। সেটি হল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কলাইকুন্ডায় বিমানবন্দর তৈরির আজ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে সরকারের নিষ্ক্রিয়তা এবং রাজ্য সরকার প্রয়োজনীয় জমি সরবরাহ করতে অস্বীকৃতি জানানোর কারণে কলাইকুণ্ড বিমানবন্দর প্রকল্পটি এখনও স্থগিত রয়েছে। তবে একটি বিমানবন্দর তৈরির জন্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু আজ রাজ্যসভায় , এই বিমানবন্দর তৈরির অগ্রগতি নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর এক প্রশ্নের উত্তরে এ কথা জানান।তিনি আরও বলেন, জমি অধিগ্রহনের কাজ মিটলেই গোটা প্রক্রিয়া এগোবে।উল্লেখ্য বিমান পরিবহন পরিকাঠামো শক্তিশালী করে ছোট শহরগুলির মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকার কলাইকুন্ডায় একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা করে। এইজন্যে ৩৮ দশমিক ২/ ৫ একর জমির প্রয়োজন।জাতীয় বেসামরিক বিমান চলাচল নীতির অধীনে, পশ্চিমবঙ্গ সরকার কলাইকুণ্ড বিমান বাহিনী স্টেশনে নতুন বেসামরিক ছিটমহলের জন্য ৩৮.২৫ একর জমি বরাদ্দ করতে বাধ্য। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) বারবার অনুরোধ করার পরেও, রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

এই বিবৃতির পর সরব হয়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে বাধা দিচ্ছে? এই ইচ্ছাকৃত বিলম্ব পশ্চিমবঙ্গে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাধা সৃষ্টি করছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার বিজেপি পর্যবেক্ষক অমিত মালব্য।