GATE Result: GATE-এ সেরা পাঁচে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ঘ্যদীপ দাস
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Photo Credits:Facebook)

কলকাতা, ১৬ মার্চ: গেট বা গ্রাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-এ (GATE) সারা দেশের মধ্যে প্রথম পাঁচের মধ্যে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র অর্ঘ্যদীপ দাস (Arghydeep Das)। যাদবপুরের ইলেকট্রনিকস অ্যান্ড টেলি কমিউনিকেশন বিভাগের ছাত্র অর্ঘ্যদীপ দাস ১০০-র মধ্যে ৭৮.৩ নম্বর পেয়েছেন। তাঁর টোটাল গেট স্কোর ৯৫৩।

এই সময়-র খবর অনুযায়ী, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে গেটে বসেছিলেন অর্ঘ্যদীপ। ডায়মন্ডবারবারের বাসিন্দা এই ছাত্র রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির বিদ্যালয়ে পড়তেন। বর্তমানে তিনি যাদবপুরের পালবাজার এলাকায় থাকেন। ইন্টার্নশিপ শেষ করে প্রি-প্লেসমেন্ট অফার পেয়ে গিয়েছেন অর্ঘ্যদীপ। আরও পড়ুন, করোনা আতঙ্কে মধ্যপ্রদেশে মুলতুবি বিধানসভা, আস্থা ভোট নিয়ে জল্পনা

গত দু-বছর ধরেই গেট-এর জন্য প্রস্তুতি নেন বলে জানান অর্ঘ্যদীপ দাস। অনলাইন টেস্ট সিরিজ ও পুরনো বছরের প্রশ্নপত্র করেই তিনি প্রস্তুতি নেন বলে জানিয়েছেন। এরপর বেঙ্গালুরুর আইআইএসসি থেকে তিনি স্নাতকোত্তর পড়াশুনা করতে চান বলে জানান।