West Bengal Election Commission. (Photo Credits: File)

গত ২৬ জুলাই ফুসফুসের সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রয়াত হন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের (Bishnu Pada Ray)। বিধায়কের মৃত্যুতে খালি হওয়ায় জলপাইগুড়ি জেলার এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ৫ সেপ্টেম্বর। ভোট গণনা ৮ সেপ্টেম্বর। বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। তবে ধূপগুড়ির উপনির্বাচন হলেও সাধন পাণ্ডের মৃত্য়ুতে বছরখানেকের বেশী সময় ধরে খালি থাকা মানিকতলা উপনির্বাচন ঝুলেই থাকল। এই কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই কারণে এখানে নির্ধারিত সময়ের ৬ মাস পেরিয়ে গেলেও এখনও উপনির্বাচন হচ্ছে না। বিধায়ক না থাকায় বড় সমস্যায় পড়ছেন মানিকতলার আমজনতা।

বিজেপির কাছে চ্য়ালেঞ্জ ধূপগুড়ি বিধানসভা আসনটি ধরে রাখার। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে তেমন ভাল করতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনের আগে ধূপগুড়ি ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। অন্যদিকে, একটা সময় নিজেদের দখলে থাকা ধূপগুড়ি পুর্নদখল করতে চাইবে তৃণমূল। আরও পড়ুন-ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক, বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ধুপগুড়ির সঙ্গে দেশের আরও ৫টি রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনে হবে। তার মধ্য়ে দুটি ত্রিপুরায় (বক্সানগর, ধানপুর), উত্তরপ্রদেশ (ঘোসি), উত্তরাখণ্ড (বাগেশ্বর), ঝাড়খণ্ড (ডুমরি) ও কেরলে (পুথুপল্লি() একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন হবে।

দেখুন টুইট

দেখুন টুইট

২০২১ বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রে সেই সময়ের বিধায়িকা তৃণমূলের মিতালি রায়কে ৪ হাজার ৩৫৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপির টিকিটে বিধায়ক হন। তবে ২০১৬ বিধানসভা নির্বাচনে সিপিএমের মমতা রায়কে ২০ হাজারের বেশী ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের মিতালি রায়।