আগামীকাল অর্থাৎ রবিবার রাজ্যে রাম নবমী (Ram Navami)। কলকাতা, হাওড়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেই শোভাযাত্রা বেরোনোর কথা বিভিন্ন হিন্দু সংগঠনের। সেই কারণে কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে পুলিশ। এমনকী হাওড়ায় যে শোভাযাত্রা বেরোবে সেখানে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছে খোদ হাইকোর্ট। তবে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

দিলীপ ঘোষকে খোঁচা দোলা সেনের

এই প্রসঙ্গে এবার তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, দিলীপ ঘোষের মতো নেতারা রাস্তায় অস্ত্র নিয়ে মিছিলে বেরোবে। তাহলে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা দেওয়ার জন্য তো প্রয়োজন পুলিশের। সেই কারণে রাস্তায় মোতায়েন থাকবে পুলিশ। আমরা ছোট থেকেই রামায়ণের গল্প পড়েছি। রামজি কখনই অস্ত্র হাতে বেরোনোর কথা বলেননি। আগেও রামনবমীর মিছিল বাংলায় হয়েছে, কখনও এরকম অস্ত্র নিয়ে বেরোতে দেখিনি। এইসব গত ৭-৮ বছর ধরে বাংলায় হচ্ছে।

রামনবমীর দিন নাগরিকদের নিরাপত্তার খাতিরে মোতায়েন থাকবে পুলিশ

সাংসদ আরও বলেন, "বাংলায় এই ধরনের ধর্ম নিয়ে এরকম রাজনীতি করলে পুলিশেরও কিছু করার নেই। সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেওয়া পুলিশের প্রধান কর্তব্য। তাই বিভিন্ন এলাকায় মোতায়েত থাকবে পুলিশ। এই নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকার তো কোনও কারণ নেই"।