আবহাওয়ায় সেভাবে আদ্রতা না থাকলেও বেলা গড়ালে তীব্র হচ্ছে সূর্যের তেজ। যার ফলে ঘাম ছুটছে বাঙালিদের। চৈত্র মাস শেষের দিকে এবং বৈশাখ মাস শুরুও হচ্ছে। এরমধ্যে বঙ্গে সেভাবে ঝেপে আসেনি বৃষ্টি। যার ফলে প্রবল অস্বস্তিতে বঙ্গবাসীর একাংশ। তবে এরমধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আশা করা যাচ্ছে আগমী সোমবার থেকে কলকাতা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ রাজ্যের একাধিক জায়গায় নামতে পারে বৃষ্টি। বেশকিছু জেলায় আবার বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
জানা যাচ্ছে, এই মুহূর্তে দেশের পাঁচ জায়গায় ঘূর্ণাবর্ত লক্ষ করা গিয়েছে। যার মধ্যে বাংলা, অসমের মতো রাজ্য রয়েছে। তবে বরুণদেব সহায় হলে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া বীরভূম সহ একাধিক জেলায় সোমবরা থেকে মঙ্গলবারের মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার থেকে উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টিপাত
এছাড়া উত্তরবঙ্গে রবিবার থেকেই বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে রবিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল ৫৭ থেকে ৯৪ শতাংশের আশেপাশে।