কলকাতা, ২৪ অক্টোবর: গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়েছে সিত্রাং (Sitrang)। সাগরদ্বীপ থেকে বর্তমানে ৪৩০ কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের কানঘেঁষে এই ঘূর্ণিঝড় উপকূল পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও, তার জেরে রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগণার বকখালিতে বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হয়। কোনও পর্যটক যাতে সৈকতে না থাকেন, সে বিষয়ে জারি করা হয়েছে। সেই সঙ্গে বকখালি দ্বীপ ঘেঁষে যে দোকানপাট রয়েছে, তাও বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বকখালিতে চলছে প্রশাসনের কড়া নজরদারি।
West Bengal | Ahead of the 'Sitrang' cyclone, Civil defence teams deployed at Bakkhali Sea Beach in South 24 Parganas
Tourists are not allowed to visit the beach and the shops have also been closed. We are fully prepared for the cyclone: Disaster management official Anmol Sasmor pic.twitter.com/VdoIloUxyD
— ANI (@ANI) October 24, 2022
ঘূর্ণিঝড় সিত্রাং এখন বাংলার সাগরদ্বীপ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সিত্রাং ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। পাশাপাশি জানানো হয়েছে সিত্রাং বাংলাদেশের বরিশালের ৫২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে অবস্থান করছে।