প্রতীকী ছবি (Photo Credits: PTI)

এইমস (AIIMS)-র পর এবার ভারতীয় রেল। হ্যাকরদের কুকর্মে এবার ভারতীয় রেলে সফর করা ৩ কোটি মানুষের তথ্য ফাঁস হয়ে গেল। আর সেই তথ্য এখন অনলাইনে বিক্রিও হচ্ছে বলে খবরে প্রকাশ। দূরপুাল্লার ট্রেনে সফর করতে হল যাত্রীদের দিয়ে হয় নাম, ঠিকানা, ই মেস, ফোন নম্বর সব যাবতীয় তথ্য়। সেই রেলকে দেওয়া যাত্রীদের তথ্য যে সার্ভারে রাখা হয়, সেটাই হ্যাক করে নিয়েছে হ্যাকাররা।

এই ধরনের হ্যাক হওয়া তথ্য সবচেয়ে বেশী দাম দিয়ে কেনে সাইবার ক্রিমিনালরা। সংবাদে প্রকাশ রেলে সফর করা তিন কোটি মানুষের তথ্যের দাম উঠেছে আকাশছোঁয়া।

দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে হলে প্রথম আইআরসিটিসি-তে সাইন আপ বা নথিভুক্ত হতে হয়। সেই সময় দিতে হয় নাম, ঠিকানা, ফোন, ই মেল, রাজ্য, কোন ভাষায় স্বাচ্ছন্দ্য তা নিয়ে তথ্য। প্রথমে সে সব তথ্য হাঁতিয়ে নেওয়ার পর, দ্বিতীয় ধাপে সেই ইউজার কতবার ট্রেনে চড়েছেন, কত টাকা ভাড়া হিসেবে খরচ করেছেন, কোন ক্লাসে ভ্রমণ করেছেন সেসব তথ্যও হাতিয়ে নেয়।

এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সাইবার অপরাধ আইনের ধারা. মামলা রুজুও করা হয়েছে।