Rakhi Sawant, Samay Raina (Photo Credits: X)

মুম্বই, ২১ ফেব্রুয়ারিঃ মহারাষ্ট্র সাইবার সেলের নজরে এবার রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। অভিনেত্রীকে ডেকে পাঠালেন সাইবার সেলের আধিকারিকেরা। আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। রেকর্ড করা হবে রাখির বয়ান। এদিকে ২৪ ফেব্রুয়ারি সোমবার মহারাষ্ট্র সাইবার সেলের দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে রণবীর এলাহাবাদিয়া  (Ranveer Allahbadia) এবং আশিস চঞ্চলানির।

কৌতুকশিল্পী সময় রায়নার ইউটিউব শো ইন্ডিয়াস গট লেটেন্ট'এ (India’s Got Latent) মা-বাবার যৌন সম্পর্ক নিয়ে রণবীরের করা 'অশালীন' মন্তব্যের জেরে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইউটিউব শো-এর সকল নির্মাতা সহ ওই দিনের এপিসোডের অতিথিদের বিরুদ্ধে দায়ের হয়েছে ভুরুভুরি এফআইআর। সেই মর্মে জিজ্ঞাসাবাদের জন্যে সময়, রণবীরর, আশিসদের ডেকে পাঠিয়েছে মহারাষ্ট্র সাইবার সেলে। এবার ডাক পড়ল রাখিরও। শো-এর এক এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন রাখি।  কমেডি শো-এর মাঝেই একে অপরকে চুম্বন করেছিলেন রাখি এবং সময়।

আরও পড়ুনঃ আপনার মনে 'নোংরা', লজ্জিত করেছেন সমাজকে... রণবীরের নিন্দায় সরব হয়েও অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান সুপ্রিম কোর্টের

রাখি সাওয়ান্তকে তলব মহারাষ্ট্র সাইবার সেলেরঃ

 

এদিকে সাইবার সেলের কাছে হাজিরা এবং নিজের বক্তব্য রেকর্ডের জন্যে ১৭ মার্চ পর্যন্ত সময় চেয়েছিলেন সময় রায়না। কিন্তু ইউটিউবারকে সেই সময় দিয়ে একেবারেই নারাজ মহারাষ্ট্র সাইবার সেলের আধিকারিকেরা।