Ranveer Allahbadia (Photo Credit: Instagram)

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারিঃ এবার সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনার মুখে পড়লেন ইউটিউবার তথা পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। কৌতুকশিল্পী সময় রায়নার (Samay Raina) ইউটিউব শো ইন্ডিয়াস গট লেটেন্ট'এ (India’s Got Latent) এসে বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে রণবীরের করা অশালীন মন্তব্যের জেরে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মঙ্গলবার ইউটিউবারের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। রণবীরের উদ্দেশ্যে শীর্ষ আদালতের প্রশ্ন, পৃথিবীতে কি এমন কেউ আছেন যিনি এইধরণের ভাষা পছন্দ করবেন? শুধুমাত্র জনপ্রিয় বলেই আপনি সমাজকে হালকাভাবে নিতে পারেন না। আপনি যে শব্দগুলি বেছে নিয়েছেন, তাতে বাবা-মা, ভাই-বোন, গোটা সমাজ লজ্জিত।

ইন্ডিয়াস গট লেটেন্ট'এ (India’s Got Latent) মা-বাবার যৌন সম্পর্ক নিয়ে রণবীরের করা কুরুচিকর মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে বহু এফআইআর (FIR) দায়ের হয়েছে। আইনি গেরোয় পড়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দারস্ত হয়েছিলেন রণবীর। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর থেকে সুরক্ষা চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। মঙ্গলবার রণবীরের আবেদনের শুনানিতে তাঁর করা মন্তব্য নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। বিচারক বললেন, "এই ধরণের আচরণের নিন্দা করা উচিত। আসলে আপনারই মনে 'নোংরা' রয়েছে। যা আপনি উগরে দিয়েছেন'।

তবে ইউটিউবারের মন্তব্যের নিন্দা করলেও তাঁকে অন্তর্বর্তীকালীন সুরক্ষাও দিয়েছে শীর্ষ আদালত। ভারতজুড়ে দায়ের হওয়া সমস্ত এফআইআর থেকে আপাতত স্বস্তি পেলেন রণবীর।