মহাকুম্ভ (Mahakumbh 2025) নিয়ে সম্প্রতি বিধানসভায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বলায় দেশজুড়ে বিজেপি নেতারা সমালোচনা করছেন। অন্যদিকে আবার তাঁর মন্তব্য অনেকেই সমর্থন করেছেন। এবার এই নিয়ে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাও (Shatrughan Sinha) বক্তব্য রেখেছেন। যদিও তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা কয়েকদিন আগেই প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়েছিলেন। সেইসময় অবশ্য প্রশংসাই করেছিলেন তিনি। তবে এবার মহাকুম্ভ নিয়ে সমালোচনার সুর শোনা গেল আসানসোলের সাংসদের গলায়।

গঙ্গাসাগরের সঙ্গে মহাকুম্ভের তুলনা শত্রুঘ্নর

এদিন তিনি বলেন, "মহাকুম্ভ ভক্তির বিষয়, এই নিয়ে আমার কোনও মন্তব্য নেই। সেখানে ৫০ কোটি মানুষ স্নান করেছেন নাকি ৫ কোটি, সেটা সেখানকার সরকারই বলবেন। কিন্তু ১০০ কোটি মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে বলে প্রচার করা হচ্ছিল। কিন্তু কোথায় সেই ব্যবস্থা? আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবছর গঙ্গাসাগর মেলা হয়, সেখানে তো কোনও সমস্যা হয়না। কিন্তু মহাকুম্ভ নিয়ে হামেশাই সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। মানুষজন হারিয়ে যাচ্ছে, স্টেশনে পদপিষ্টের কারণে মৃত্যু হচ্ছে। রাস্তায় রাস্তায় দুঘর্টনা হচ্ছে। এসবের দায়িত্ব নেবে কে?

দেখুন শত্রুঘ্ন সিনহার বক্তব্য

বিশৃঙ্খলা দায় নিতে হবে রাজ্য ও কেন্দ্র সরকারকে, মন্তব্য শত্রুঘ্নর

শত্রুঘ্ন সিনহা আরও বলেন, "মানুষ বিশ্বাস করে সেখানে যাচ্ছেন। আর তারপরে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। এখনও জানা নেই দিল্লিতে পদপিষ্টের ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে। পথ দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে কিংবা স্নান করতে গিয়ে কতজন তলিয়ে গিয়েছে। এসবে হিসেব রাজ্য ও কেন্দ্র সরকার দেবে। সবই তো ওঁদের, ওঁরা কী বলবে না বলবে সেটা ওঁরাই ভাববেন।"