Death, Representational Image (Photo Credit: File Photo)

বছর চারেক আগে ট্রেনের চাকায় কাটা গিয়েছিল পা। তারপর থেকেই পরিবারে শুরু আর্থিক অনটন। এরমধ্যে আবার মদ্যপান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চলত অশান্তি। শুক্রবারও সেই অশান্তির মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল হাবড়ার (Habra) দুই বাসিন্দা। এদিন বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে জয়গাছি ৩০ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। মৃতদের নাম তিন্নাথ সাহা ও সুনন্দা সাহা। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় দুই সন্তানকে নিয়ে বসবাস করছিলেন তাঁরা। এদিনের ঘটনার পর আচমকাই অভিভাবকহীন হয়ে পড়ল তাঁরা।

আর্থিক অনটন নিয়ে বিবাদ ছিল দম্পতির

স্থানীয় বাসিন্দারা জানান, তিন্নাথের পা কাটা যাওয়ার পর থেকেই ঘরের মধ্যে মুদিখানা দোকান চালাত সে। তবে সেটাও খুব একটা ভালো চলত না। অন্যদিকে সুনন্দা বাড়ি বাড়ি কাজ করতেন। ফলে আর্থিক অনটন লেগেই থাকত। তার ওপর তিন্নাথের মদের নেশা ছিল। সেই কারণে সংসার চালাতে আরও সমস্যায় পড়তেন সুনন্দা। এই নিয়ে হামেশাই দুজনের ঝগড়া হত।

পারিবারিক অশান্তির জেরে দম্পতির মৃত্যু

এদিন সেই ঝগড়া চলাকালীন আচমকাই রেললাইনে গিয়ে শুয়ে পড়েন তিন্নাথ। তাঁকে বাঁচাতে গিয়ে লাইনের মাঝে চলে যান সুনন্দাও। আর তখনই সামনে থেকে একটি ট্রেন এসে তাঁদের মেরে দিয়ে যায়। এলাকাবাসীরা চাক্ষুষ ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ এসে জানান, ট্রেনের ধাক্কায় তখনই দুজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।