মুম্বই (Mumbai) থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। গন্তব্য ছিল দিল্লি (Delhi)। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই গতিপথ ঘুরিয়ে জয়পুরে (Jaipur) অবতারণ করে বিমানটি। সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি ছাড়ার কথা ছিল। কিন্তু উড়ানের সময়ে কিছুটা পিছিয়ে ৯টা ৫৭ মিনিটে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। দেরি করে রওনা দেওয়ায় একেই চোটে ছিলেন যাত্রীরা। তার উপর মাঝ আকাশে চালক লক্ষ্য করেন বিমানে পর্যাপ্ত জ্বালানি নেই। এরপরেই তিনি বিমানের গন্তব্য বদলান। দিল্লির বদলে বেলা ১১টা ৫০ নাগাদ জয়পুর বিমানবন্দরে অবতারণ করে যাত্রীবোঝাই বিমান। তাতে আরও ক্ষেপে যান যাত্রীরা। উড়ানের আগে কেন যাচাই করে দেখা হল না বিমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে কিনা! সেই ক্ষোভ উগরাতে শুরু করেন বিমানকর্মীদের উপর।
জ্বালানির অভাবে বিমানের গতিপথে বদলঃ
#WATCH | Mumbai-Delhi #AirIndia Flight Diverted To Jaipur Due To Low Fuel; Frustrated Passengers Argue With Airline Staff, Videos Surface #IndiaNews #MumbaiNews #DelhiNews pic.twitter.com/k9wAruRpS7
— Free Press Journal (@fpjindia) February 21, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)