Jammu And Kashmir (Photo Credit: ANI/X)

দিল্লি, ২১ ফেব্রুয়ারি: সীমান্তে যখন বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাকিস্তান (Pakistan), সেই সময় ভারতের (India) তরফেও দেওয়া হয় যোগ্য জবাব। পাকিস্তানে গুলির প্রেক্ষিতে ভারতীয় জওয়ানরা (Indian Army) পালটা গুলি চালান সম্প্রতি। যার জেরে পাক সেনার বেশ কিছু জওয়ানের মৃত্যু হয় বলেই মনে করে প্রতিরক্ষা মন্ত্রক। সীমান্তে পাকিস্তান যখন বিনা প্ররোচনায় গুলি চালায়, তার বিরোধিতা প্রধানমন্ত্রী যখন আমেরিকায় গিয়ে করেন, তেমনি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও ইসলামাবাদকে তুলোধনা করে ভারত। সীমান্ত সন্ত্রাস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যখন একের পর এক তোপ দাগা হয় ভারতের তরফে, সেই সময় ফ্ল্যাগ মিটিং সম্পন্ন হয়েছে। সীমান্ত উত্তেজনা থাকলেও ভারত, পাকিস্তান সেনার ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় বলে খবর।

রিপোর্টে প্রকাশ, ব্রিগেডিয়ার-কমান্ডার পর্যায়ের সেনা আধিকারিকরা ফ্ল্যাগ মিটিংয়ে হাজির ছিলেন। সীমান্তের চাকদান-দ্য বাগে এই ফ্ল্যাগ মিটিং সম্পন্ন হয়। দুই দেশের সীমান্ত যাতে শান্তি বজায় থাকে, সে বিষয়ে ২ দেশের সেনা আধিকারিকরা আলোচনা করেন।

শুক্রবার ৭৫ মিনিট ধরে চলে ভারত, পাকিস্তানের ফ্ল্যাগ মিটিং। যে বৈঠকে ২ দেশের আধিকারিকরাই সহানুভূতিশীল ছিলেন। সকাল ১১টা থেকে শুরু হয় বৈঠক। চলে ১১.৪৫ মিনিট পর্যন্ত। সীমান্ত সন্ত্রাস রোধ  করে যাতে শান্তি বজায় থাকে, সে বিষয়ে ২ দেশের তরফেই পদক্ষেপ করা হবে বলে ফ্ল্যাগ মিটিংয়ে নেওয়া হয় সিদ্ধান্ত।

প্রসঙ্গত ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত, পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হয়। তারপর থেকে সীমান্ত সন্ত্রাসের পরিমাণ কমে। তবে হঠাৎ করে সম্প্রতি পুঞ্চে আইইডি বিস্ফোরণ হয়। যার জেরে কয়েকজন জওয়ানের মৃত্যু হয়। পুঞ্চে আইইডি বিস্ফোরণের পর পাকিস্তানের দিক থেকে চালানো হয় গুলি। তার পালটা জবাব ভারতও দেয় কড়াভাবে। তারপর থেকেই ফের দুই দেশের পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করে।