BBC News Interview Viral: বিবিসি নিউজে সাক্ষাৎকার দিচ্ছেন মা, পিছন থেকে একরত্তি মেয়ের উপস্থাপককে দেখার উঁকিঝুঁকি; ভাইরাল ভিডিও
বিবিসি নিউজের সাক্ষাৎকারে খুদের কর্মকাণ্ড (Photo Credits: Twitter)

মহামারী করোনাভাইরাস বিশ্বজুড়ে ভয়াল থাবা বিস্তার করে চলেছে। এই পরিস্থিতিতে প্রাণে বাঁচতে হলে ঘরে থাকাই নিরাপদ। এ তত্য আমাদের সকলের কাছে থাকলেও বাড়িতে বসে তো আর পকেট ভরবে না। আর অর্থ না থাকলে খাওয়াদাওয়া, চিকিৎসা সবই বন্দ হয়ে যাবে। তাই অর্থনীতিকে চাঙ্গা করতে সব দেশেই লকডাউন থাকলেও তাতে শিথিলতা এসেছে। মানুষ নানারকম সুরক্ষা বলয়কে সঙ্গে নিয়েই কর্মক্ষেত্রে যাচ্ছে। তবে সংক্রমণ এড়াতে বিভিন্ন জায়গায় লোকাল লকডাউন চালু রয়েছে। বিবিসি নিউজে (BBC News) এনিয়েই সাক্ষাৎকার দিতে বসেছিলেন চিকিৎসক ডক্টর ক্লেয়ার ওয়েনহাম। স্থানীয় প্রশাসনের ডাকা লকডাউন বিভিন্ন এলাকায় কেমন প্রভাব পড়েছে তাই জানতে চেয়েছিলেন বিবিসি নিউজের উপস্থাপক ক্রিশ্চিয়ান ফ্রেজার।

ডক্টর ক্লেয়ার ওয়েনহাম বাড়িতে থেকেই বিবিসি নিউজের নিউজরুমের উপস্থাপকের সঙ্গে আলোচনায় ছিলেন। লোকাল লকডাউন নিয়ে যখন তিনি নানা জিজ্ঞাসার উত্তর দিতে ব্যস্ত তখন ভিউয়ার্সদের নজর কেড়েনিল ছোট্টো স্কারলেট। ডক্টর ক্লেয়ার ওয়েনহামের মেয়ে। মায়ের ঘাড়ের পিছন থেকে বারবার উঁকিঝুঁকি মেরে ততক্ষণে সে লাখো দর্শকের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে। এর সঙ্গে জুড়ল ঘরের ডেকোরেশনের সামান্য অদলবদল। দর্শকরা বিবিসি নিউজ খুললেই তখন দেখতে পাচ্ছিলেন ডক্টর ক্লেয়ার ওয়েনহামের মাথার পিছনে ঘুরে বেড়াচ্ছে স্কারলেট। হাতে ইউনিকর্নের একটা ফটো ফ্রেম। সেটি ওয়াল ক্যাবনিটের কোন তাকে রাখা হবে তানিয়ে মাকে প্রশ্নও করছে সে। বিষয়টি যে সাক্ষাৎকার পর্বে ব্যাঘাত ঘটাচ্ছে তা বুঝতে অসুবিধা হয়নি ক্লেয়ারের। তিনি উপস্থাপক ক্রিশ্চিয়ান ফ্রেজারের কাছে ক্ষমাও চেয়ে নেন। তবে ক্রিশ্চিয়ান ডক্টরের ইতস্তভাবকে কাটাতে বলেন ওয়ার্ক ফ্রম হোম আসলে কতটা দায়িত্বের তা তিনি জানেন এবং সাক্ষাৎকার পর্ব চালুর অনুরোদ করেন। আরও পড়ুন- Coronavirus Cases in India: একদিনে আক্রান্ত ১৯ হাজার ১৪৮, ভারতে কোভিড রোগীর সংখ্যা ৬ লক্ষ ছাড়ালো

এদিকে মেয়ের প্রশ্নের উত্তরে ততক্ষণে ডক্টর ক্লেয়ার বলেছেন, সুন্দর দেখায় এমন জায়গাতেই ফোটো ফ্রেমটি রাখো। এদিকে ততক্ষণে স্কারলেটের উদ্দেশ্যে ক্রিশ্চিয়ানের পরামর্শ, নিচের তাকেই ফোট ফ্রেমটি রাখো। ইউনিকর্নটি বেশ সুন্দর। এরপরই স্কারলেট চিকিৎসক মায়ের কাছে বার বার জানতে চায় ক্যামেরার ওপাশে কে আছে। কোন উপস্থাপকের সঙ্গে তার মা কথা বলছেন। তাঁর নাম কী? এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। প্রায় ২০ লক্ষ ৬০ হাজার বার ভিডিওটি দেখা হয়েছে। নেটিজেনদের বেশিরভাগই স্কারলেটের কর্মকাণ্ডে দারুণ আনন্দ পেয়েছে। এমনকী, বিবিসি নিউজে ডক্টর ক্লয়েরা ওয়েনহামের সাক্ষাৎকার পর্বকে তারা ১০০-তে ১০০-ই দিয়েছে।