ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২ জুলাই: বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত (COVID-19 Cases) হলেন ১৯ হাজার ১৪৮ জন। মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৬ লক্ষ ৪ হাজার ৬৪১ জন। এই মুহূর্তে সংক্রমণের শিকার ২ লক্ষ ২৬ হাজার ৯৪৭ জন। সুস্থতার হার বাড়ায়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৮৬০ জন। মৃত্যু মিছিলে শামিল ১৭ হাজার ৮৩৪ জন। মহামারী করোনায় দেশের মধ্যে সবথেকে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোটকরোনা আক্রান্ত এখন ১ লক্ষ ৮০ হাজার ২৯৮ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৩ জনের।

দেশের মধ্যে দ্বিতীয় করোনা বিধ্বস্ত রাজ্য তামিলনাড়ু। সেখানে মোট কোভিড রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪৯। আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে রয়েছে রাজধানী। সেখানে মোট করোনা আক্রান্ত রোগী ৯০ হাজার। আরও পড়ুন-Sopore Terror Attack: সোপরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সিভিলিয়নের মৃত্যু হয়নি, অভিযোগ ওড়ালো সিআরপিএফ

বুধবার মহারাষ্ট্র একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়েছে। সবমিলিয়ে এক লক্ষ ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান বলছে বিশ্বের মধ্যে করোনা আক্রান্ত দেশের তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে রাশিয়া। ২৭ লক্ষ ৭৯ হাজার ৯৫৩ জন আক্রান্তকে নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। জনহপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে নতুন করে আক্রান্ত হয়েছে ৫২ হাজার।