কলকাতা, ১৫ ডিসেম্বর: প্রত্যেক বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস (Vijay Diwas) পালন করা হয় ভারতে (India) । ১৯৭১ সালে পাকিস্তানি সেনা বাংলাদেশ (Bangladesh) থেকে হঠিয়ে দেয় ভারত। ৯৩ হাজার সেনা নিয়ে ঠিক এই দিনে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় পাকিস্তান (Pakistan) । পাক সেনার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করার সেই স্মরণীয় স্মৃতিকে মনে রেখে পালন করা হয় বিজয় দিবস। প্রত্যেক বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করে ভারত।
১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় পাকিস্তান সেনাকে। ভারতের নেতৃত্বে, মুক্তি বাহিনীর লড়াইয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ে পাকিস্তানি সেনা। পাকিস্তানের বিরুদ্ধে সেই জয়কে মনে রেখে ১৬ ডিসেম্বর ভারতে পালন করা হয় বিজয় দিবস। ১৯৭১ সালে ১৩ দিনের যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে পাক সেনা বাংলাদেশে আত্মসমর্পণ করে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনা প্রধান আমির আব্দুল্লাহ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩,০০০ সেনার সঙ্গে আত্মসমর্পণ করেন। জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে ৯৩ হাজার পাক সেনা। পাকিস্তানের বিরুদ্ধে সেই জয়কে মনে রেখেই প্রতি বছর ভারতে পালন করা হয় বিজয় দিবস (Bijoy Dibos)।
বাংলাদেশের মাটি থেকে ১৬ ডিসেম্বর যেভাবে পাকিস্তানি সেনাকে উৎখাত করছিল ভারত, তার গুরুত্ব অপরিসীম। সেই কারণে প্রত্যেক বছর ১৬ ডিসেম্বর এই দিনটিকে মনে রেখে ভারতে পালন করা হয় বিজয় দিবস। জানা যায়, বাংলাদেশকে স্বাধীন করতে ৩,৯০০ ভারতীয় সেনা শহিদ হন। ৯,৮৫১ জন আহত হন। ভারতের পাশাপাশি পাকিস্তানের বহু সেনাও নিহত এবং আহত হন। পরিসংখ্যান অনুযায়ী, ওই সময় ভারতের প্রতিবাদে পাকিস্তানের ৮ হাজার সেনার মৃত্যু হয়। আহত হয় প্রায় ২৫ হাজার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে মনে করে প্রত্যেক বছর দিল্লির অমর জওয়ান জ্যোতিতে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।