ফাইল ছবি

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: দুর্গাপুজোর (Durga Puja) কাউন্টডাউন শুরু। স্টাইল, ফ্যাশন, খাওয়া-দাওয়া থেকে প্যান্ডেল হপিং-এর লিস্ট অল কমপ্লিট। এবার শুধুই পুজোর দিন বেড়িয়ে পড়ার অপেক্ষা। বছর ঘুরে মায়ের সামনে উপস্থিত হয়ে কত কিছুই না আবদার-আর্জি সন্তানদের। কিন্তু এত বছর যা চেয়ে এসেছেন তা পেয়েছেন কি? পূরণ হয়েছে মনস্কামনা! এবার কিন্তু মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন। যদি চলে আসতে পারেন উত্তর কলকাতার (North Kolkata) এই পুজো মণ্ডপে। কারণ সাবেক কলকাতার কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসবের (Kumartuli Sarbajanin Durgatsav) পুজোয় মা 'কল্পতরু (Kalpataru)।' পুজো মণ্ডপে মায়ের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে মা ফেরাবেন না। মায়ের রূপে রয়েছে এমনই এক ছোঁয়া। এমনটাই বলছেন কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসবের আহ্বায়ক (Convenor) দেবাশীষ ভট্টাচার্য (Debasish Bhattacharyya)।

কলকাতার (Kolkata) ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম 'কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব'-এর পুজো। প্রত্যেকবারই তাঁদের পুজোর থিমে উঠে আসে অভিনবত্ব। এবার গাছ, সুতোর কোন, বাঁশ, ফাইবার দ্বারা নির্মিত হয়েছে মণ্ডপ। যেখানে মা কল্পতরু রূপে আবির্ভূতা। মণ্ডপ নির্মাণ করেছেন শিল্পী বাপ্পা হালদার (Artist Bappa Halder) এবং মনোজ বাড়ুই (Manoj barui)। মায়ের মূর্তি নির্মাণ করেছেন শিল্পী পরিমল পাল (artist parimal Pal)। ৮৯ বছরে পদার্পণ করেছে উত্তর কলকাতার এই পুজো। পুজোর বাজেট ৪৫ লক্ষ টাকা। আরও পড়ুন - Durga Puja 2019: 'বাংলা কোট' নতুন রূপে ফিরে এল থিম ভাবনায়, 'কুমারটুলি সর্বজনীন'এ পোশাকই চমক

মায়ের কাছে এসে সন্তানেরা যা চাইবেন, তাই মিলবে। তাই এই পুজোর অন্যতম আকর্ষণ 'মাকে বলো (Maake Bolo)।' জানা গিয়েছে, বাংলার হারিয়ে যেতে বসা এক পোশাক উঠে এসেছে এই পুজোর ড্রেস কোড (Puja Dress Code) হিসেবে। কলকাতার ঐতিহ্যবাহী এই মণ্ডপে গেলে যা একযোগে ক্লাবের সদস্যদের চিনিয়ে দেবে। বাংলার হারিয়ে যেতে বসা এই পোশাকের নাম 'বাংলা কোট (Bangla Coat)।'